Thursday, November 6, 2025

কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন

Date:

২০২২ কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল (Women Hockey Team) ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন (Hockey India)। দল থেকে বাদ পাড়লেন ভারতের তারকা খেলোয়াড় রানি রামপাল। মোট ১৮ সদস্যার দল ঘোষণা করা হয়েছে হকি ফেডারেশনের তরফ থেকে।

এদিন যে ১৮ সদস্যার ভারতীয় সিনিয়র মহিলা হকি দল ঘোষণা করা হয়েছে, সেই দলে নেতৃত্ব দেবেন গোলরক্ষক সবিতা পুনিয়া। সবিতার সহকারীর ভূমিকায় থাকবেন অভিজ্ঞ ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা। ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বসবে কমনওয়েলথ গেমসের আসর। কমনওয়েলথ গেমসের দলের মাত্র তিনটি পরিবর্তন রয়েছে। রাজারানি এতিমারপু জায়গা পেয়েছেন বিছুদেবি খারিবামের পরিবর্তে। সনিকা বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসের দল থেকে। বিশ্বকাপের দলে পরিবর্ত হিসেবে থাকা সঙ্গিতা কুমারী জায়গা পেয়েছেন কমনওয়েলথ গেমসের দলে। প্রথম ম‍্যাচে ২৯ জুলাই ভারতের মুখোমুখি হবে ঘানা। পুল-এ’তে ভারত, ঘানার পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলস।

এদিকে জানা যাচ্ছে, চোটের কারণে দলে নেই রানি রামপাল। বেশ কয়েকমাস আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, সেই চোট থেকে এখনও তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। কোচ স্কপম্যানও জানিয়েছেন রানি এখনও পুরোপুরি চোটমুক্ত নন।

একনজরে দেখে নেওয়া যাক কমনওয়েলথ গেমসের ভারতীয় দল:

গোলরক্ষক: সবিতা কুমারি (অধিনায়ক), রাজারানি এতিমারপু

ডিফেন্ডার: নিশা, সুশীলা চানু, মনিকা, নেহা, জ্যোতি, নভজ্যৎ কৌর, সালিমা তেতে

স্ট্রাইকার: বন্দনা কাটারিয়া, লালরেমসিয়ামি, নভনীত কৌর, শর্মিলা দেবী, সঙ্গিতা কুমারী।

আরও পড়ুন:Hubert Hurkacz: মানবিক হুরকাজ, ইউক্রেনের পাশে দাঁড়ালেন পোল‍্যান্ডের এই টেনিস তারকা

 

 

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version