Saturday, August 23, 2025

সোমবার গভীর রাতে বাণিজ্যনগরীর কুরলায় একটি চারতলা আবাসনে ধস! আচমকা এই ধস নামায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। চাপা পড়েন ২০ থেকে ২৫ জন। যদিও উদ্ধারকারী দল এসে বেশিরভাগ মানুষকেই উদ্ধার করেছে। উদ্ধারকাজ এখনও চলছে। খবর পেতে রাতেই ঘটনাস্থলে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে মন্ত্রী আদিত্য ঠাকরে। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।


আরও পড়ুন:খড়গপুরে শুটআউট! জখম তৃণমূল নেতা

সংবাদ সংস্থা সূত্রের খবর জীর্ণ চারতলা বাড়িটিতে আচমকা ধস নামার সময় বাড়িটিতে ২০ থেকে ২৫ জন সেখানে ছিলেন। তাঁরা প্রত্যেকেই ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন। দমকলকর্মীদের দল ও পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে আনতে শুরু করে। শেষ পাওয়া খবর পর্যন্ত, উদ্ধার অভিযান চলছে এবং এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ধ্বংসাবশেষের নিচে থেকে। উদ্ধারকাজে সাহায্য করতে ঘটনাস্থলে এনডিআরএফকেও ডাকা হয়েছে। এনডিআরএফ কর্মীরা সরঞ্জাম সহ ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। উদ্ধারকাজে নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।


ঘটনাস্থলে পৌঁছে মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে জানান, চারতলা ওই বাড়িটি বহুদিন ধরেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। বাসভবন খালি করার নোটিস দেওয়া হলেও  সেখানকার বাসিন্দারা একরকম জোর করেই সেখানে থাকছিলেন। আবাসনটি খালি করা হলে এই মর্মান্তিক অবস্থা ঘটতো না।


Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version