Monday, August 25, 2025

অগ্নিপথের ললিপপ আসলে বিরাট দুর্নীতি: আসানসোল থেকে বিজেপিকে তোপ মমতার

Date:

সেনা নিয়োগের(Army Recruitment) নয়া পন্থা অগ্নিপথকে(Agnipath) কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলছে দেশে। অগ্নিপথের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার এই প্রকল্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister) স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, অগ্নিপথ আসলে বিজেপির(BJP) আরও এক দুর্নীতি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একটি ললিপপ। শুধু তাই নয়, এই ইস্যুতে দেশের যুবসমাজের কাছে তাঁর আর্জি, বিজেপির পাতা ফাঁদে যেন তাঁরা পা না দেন।

আসানসোলের পোলো গ্রাউন্ডে কর্মিসভায় উপস্থিত হয়ে মঙ্গলবার কেন্দ্রকে তোপ দেগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৪ বছর চাকরি দেয়নি ওরা। আর এবার সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ (অগ্নিপথ প্রকল্প) পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পে রাজ্যে পিছু কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। তাও মেরেকেটে মাত্র ৪ বছরের জন্য।” একইসঙ্গে তিনি যোগ করেন, “অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি। ভোট মিটলেই অগ্নিবীরদের বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।”

অগ্নিবীরদের মেয়াদ শেষের পর ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্যসরকারের উপর কেন্দ্র চাপিয়ে দেবে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “কর্নেলবাবু চিঠি দিয়েছেন। বলছেন, ৪ বছর পর অগ্নিবীরদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কেন্দ্রে ওদের ডাটা ব্যাংক আমাদের দিয়ে দেবে। তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই।” একইসঙ্গে তিনি বলেন, “চাকরি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপির পাপ আমি কেন নেব? বিজেপির লোকেদের আমি কেন চাকরি দেব? ওদের ময়লা ওদেরই সাফ করতে হবে। আমার রাজ্যে যুবক-যুবতীর অভাব নেই। চাকরি চাইলে, সবার আগে তাঁদের চাকরি দেওয়া হয়।” অগ্নিবীরদের ৬০ বছরের জন্য চাকরির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “৪ বছরের চাকরিতে জীবন চলে না। চাকরি করতে দিতে হবে ৬০ বছর পর্যন্ত। সেটা না পারলে মিথ্যা কথা বলবেন না। আসলে এটা একটা দুর্নীতি। বিরাট বড় দুর্নীতি।”


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version