ক্ষত সারিয়ে সামান্য উত্থান শেয়ার বাজারের, মাত্র ১৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৩,১৭৭.৪৫ (⬆️ ০.০৩%)

🔹নিফটি ১৫,৮৫০.২০ (⬆️ ০.১১%)

ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে মঙ্গলবার সামান্য ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন মাত্র ১৬ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮ পয়েন্ট।

লাগাতার গত কয়েকদিন ধরে নিম্নমুখী হওয়ার পর মঙ্গলবার বাজার বন্ধের সময় দেখা যায় অতীতের ধাক্কা সামলে মাত্র ১৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৬.১৭ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১৭৭.৪৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৮.১৫ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৫০.২০।


Previous articleপ্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর পক্ষপাতমূলক টুইট রাজ্যপালের, নিন্দায় সরব তৃণমূল
Next articleআগামিকাল একদিনের সফরে মেঘালয়ে অভিষেক