Wednesday, May 7, 2025

চিনের(China) তরফে চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি। যদিও সব চেষ্টায় জল ঢেলে ব্রিকস (BRICS) সামিটে পাকিস্তানের(Pakistan) উপস্থিতি আটকে দিল ভারত(India)। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ভারতে এই সাফল্যকে বড় জয় হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল।

ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস (BRICS) গোষ্ঠী। গত ২৪ জুন শীর্ষ পর্যায়ের ভারচুয়াল বৈঠকে বসেন সদস্য দেশগুলির প্রতিনিধিরা। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির পাশাপাশি ওই বৈঠকে ‘পর্যবেক্ষক’ হিসেবে উপস্থিত ছিলেন ইরান, মিশর, ফিজি, আলজেরিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রাষ্ট্রনেতারা। এই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে পাকিস্তানকে ঢোকানোর আপ্রাণ চেষ্টা চালায় বেজিং। যদিও শেষ পর্যন্ত নয়াদিল্লির আপত্তিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পর্যবেক্ষক হতে পারেননি। এরপর সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, “আমাদের নিয়ে একটি সদস্য দেশের আপত্তি ছিল।”

উল্লেখ্য, এবার এই সম্মেলনের আয়জন দেশ ছিল চিন। বর্তমানে বিশ্বের গড় অভ্যন্তরীণ উৎপাদনের ২৫ শতাংশেরও বেশি এই গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সম্মিলিত জিডিপি। এ বারের বৈঠকে আলোচনা হয় ‘ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ (এনডিবি)-কে আরও প্রসারিত কীভাবে করা যায় তা নিয়ে। পাশাপাশি জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়টি নিয়েও কথা হয়। তবে তার আগেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন জোট সম্প্রসারণে ভারতের আপত্তি নেই। কিন্তু পাকিস্তান হলে সেখানে ভারতের আপত্তি রয়েছে। ভারতের এই আপত্তির জেরেই শেষ পর্যন্ত পর্যবেক্ষক হিসেবে উপস্থিতিতেও বাতিল হয় পাকিস্তানের নাম।


Related articles

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...
Exit mobile version