Friday, November 14, 2025

Malda: পড়ুয়াদের কাজ করানোর নামে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Date:

বিদ্যালয়ে পড়াশোনা করতে যান পড়ুয়ারা, কিন্তু সেখানে গিয়ে শৌচালয় (bathroom) সহ বিদ্যালয়ের চত্বর পরিষ্কার করতে হচ্ছে তাদের, এমনই ছবি উঠে এল মালদহ-য় (Maldah) । পাশাপাশি কাজ করানোর নামে পড়ুয়াদের মারধর করার মারাত্মক অভিযোগও উঠে এল এক শিক্ষকের(Teacher) বিরুদ্ধে। ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানা যায়।

মালদহ- এর মানিকচক ব্লকের (Manikchalk Block) মথুরাপুরের ফততেনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের (Fatten nagar roypara primary school) ঘটনায় সরব ছাত্র ছাত্রীসহ অভিভাবকরা। জানা যায় ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাধব মন্ডল (Madhab Mondal) গত সোমবার বিদ্যালয় খোলার পর বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে শৌচালয় সহ বিদ্যালয়ের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করাচ্ছিলেন। অভিযোগ পড়ুয়ারা পরিষ্কার করে দেওয়ার পরও সামান্য নোংরা থেকে যাওয়ার কারণে ৫-৬ জন ছাত্রছাত্রীকে ব্যাপক মারধর করেন অভিযুক্ত। মঙ্গলবার মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় ওই ছাত্র-ছাত্রীদের। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত শিক্ষকের বদলির দাবি তোলেন অভিভাবকরা। শিক্ষকদের মারধরের জেরে এখন স্কুলে যেতে রীতিমত ভয় পাচ্ছেন পড়ুয়ারা। অভিভাবকদের অভিযোগ, প্রতিনিয়ত ছোট ছোট শিক্ষার্থীদের মারধর করেন শিক্ষক। পাশাপাশি বাড়িতে না জানানোর জন্য ভয়ও দেখান। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি নানা রকম হুমকি দিচ্ছেন বলে জানা যায়।

যদিও সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাধব মন্ডলের। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বদনাম করার চেষ্টা করছেন কিছু মানুষ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল কর্মকার জানান নিয়ম মেনেই চলছে বিদ্যালয়। ছাত্র ছাত্রীরা এখানে শুধুমাত্র পড়াশোনার জন্যই আসেন। গোটা বিষয় পঞ্চায়েত এসআই দফতর  এবং পুলিশকে জানান হয়েছে।



Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version