ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ : হাইকোর্ট

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন অবৈধ : হাইকোর্টওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ ঘোষণা করে আবার নতুন করে ভোট করাতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন করে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করতে হবে। এর জন্য অ্যাড হক কমিটি গঠন করতে হবে। আগামী ১ অগাস্ট থেকে অ্যাড হক কমিটি মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব নেবে। ভোটের ফল ঘোষণা করতে হবে আগামী অক্টোবর মাসের মধ্যে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী নভেম্বরে নব নির্বাচিত কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব নেবে। তবে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অ্যাড হক কমিটি শুধুমাত্র  আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত নেবে। চিকিত্‍সকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না।

 

Previous articleআজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleরাজ্যপালের আস্থাভোটের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম-দ্বারস্থ ঠাকরে