Wednesday, November 12, 2025

রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল, তীব্র ভর্ৎসনা কুণালের

Date:

Share post:

ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধরকড় (Jagdeep Dhankar)। উপযাজক হয়ে তিনি রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করলেন। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter) রাজ্যপাল জানান, রবীন্দ্রভারতীর নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে (Mahua Mukharjee) উপাচার্য হিসেবে নিয়োগ করছেন তিনি। আচার্য হিসেবে তিনি উপাচার্য নিয়োগ করলেন বলেও টুইটে জানান ধনকড়। অথচ ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ আর সেই অনুযায়ী, রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷

 

জগদীপ ধনকড়ের এই কাজের তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভর্ৎসনা করে বলেন, অনৈতিক কাজ করছেন ধনকড়। রাজ্যপালের পদে থেকে রাজভবনকে বিজেপির আস্তানা করে দিয়েছেন। তৃণমূল প্রতিনিধি দল যাওয়ার পরে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে চলেছেন ধনকড়। বিজেপি নেতাদের কথায় অতি সক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল। বঙ্গ বিজেপির অভিভাবকের কাজ করছেন- তোপ কুণালের।

তোপ দেগে কুণাল বলেন, পায়ে পা দিয়ে ঝগড়া করছেন রাজ্যপাল। ফের এদিন যৌথ সাংবাদিক বৈঠকের দাবি জানান তিনি। পশ্চিমবঙ্গ জাতীয় ও আন্তর্জাতিকস্তরে অনেক স্বীকৃতি পায়, তখন গর্ব করে টুইট করেন না রাজ্যপাল- কটাক্ষ কুণালের।

বিজেপি নেতারা একটি নির্বাচিত সরকারকে প্রকাশ্যে মহারাষ্ট্র মডেল বানানোর কথা বলছেন। এটা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক, অগণতান্ত্রিক মন্তব্য। কিন্তু রাজ্যপালের চোখে পড়ছে না। তৃণমূল মুখপাত্রর মতে, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এখন পিছনের দরজা দিয়ে বাংলাকে সমস্যায় ফেলতে চাইছে বিজেপি। চক্রান্ত হচ্ছে। ধর্মীয় আবেগে খোঁচা দেওয়ার কাজ করছে বিজেপি। আর তাকে রাজ্যপাল সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন কুণাল।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...