Friday, November 14, 2025

রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল, তীব্র ভর্ৎসনা কুণালের

Date:

ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধরকড় (Jagdeep Dhankar)। উপযাজক হয়ে তিনি রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করলেন। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter) রাজ্যপাল জানান, রবীন্দ্রভারতীর নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে (Mahua Mukharjee) উপাচার্য হিসেবে নিয়োগ করছেন তিনি। আচার্য হিসেবে তিনি উপাচার্য নিয়োগ করলেন বলেও টুইটে জানান ধনকড়। অথচ ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ আর সেই অনুযায়ী, রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷

 

জগদীপ ধনকড়ের এই কাজের তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভর্ৎসনা করে বলেন, অনৈতিক কাজ করছেন ধনকড়। রাজ্যপালের পদে থেকে রাজভবনকে বিজেপির আস্তানা করে দিয়েছেন। তৃণমূল প্রতিনিধি দল যাওয়ার পরে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে চলেছেন ধনকড়। বিজেপি নেতাদের কথায় অতি সক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল। বঙ্গ বিজেপির অভিভাবকের কাজ করছেন- তোপ কুণালের।

তোপ দেগে কুণাল বলেন, পায়ে পা দিয়ে ঝগড়া করছেন রাজ্যপাল। ফের এদিন যৌথ সাংবাদিক বৈঠকের দাবি জানান তিনি। পশ্চিমবঙ্গ জাতীয় ও আন্তর্জাতিকস্তরে অনেক স্বীকৃতি পায়, তখন গর্ব করে টুইট করেন না রাজ্যপাল- কটাক্ষ কুণালের।

বিজেপি নেতারা একটি নির্বাচিত সরকারকে প্রকাশ্যে মহারাষ্ট্র মডেল বানানোর কথা বলছেন। এটা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক, অগণতান্ত্রিক মন্তব্য। কিন্তু রাজ্যপালের চোখে পড়ছে না। তৃণমূল মুখপাত্রর মতে, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এখন পিছনের দরজা দিয়ে বাংলাকে সমস্যায় ফেলতে চাইছে বিজেপি। চক্রান্ত হচ্ছে। ধর্মীয় আবেগে খোঁচা দেওয়ার কাজ করছে বিজেপি। আর তাকে রাজ্যপাল সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন কুণাল।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version