Thursday, December 4, 2025

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর নাম আগে জানালে ভেবে দেখতাম: তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

Date:

Share post:

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। শুক্রবার, ইস্কনের রথের রশিতে টান দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপির (BJP) তরফ থেকে আগে যদি জানানো হত, কোনও আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হচ্ছে, তাহলে তাঁর সমর্থনের বিষয়ে ভেবে দেখতেন। কিন্তু তারা শুধু সমর্থনের আর্জি জানিয়ে ফোন করেছিল। এখন ১৮টি বিরোধীদল মিলিত ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। মমতা এককভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ভাবে হোক চান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা বিভাজনের রাজনীতি করেন না। দলিত-আদিবাসীদের মধ্যে বিভাজন করেন না বলে জানিয়ে মমতা বলেন, সবাই তাঁদের সঙ্গে আছে। একই সঙ্গে মমতা জানান, তিনি বিরোধীদের মতের বিরুদ্ধে যাবে না। তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, সেটাতেই তিনি মত দেবেন। তবে, মহারাষ্ট্রের রাজনৈতিক ঘটনাক্রমের ফলে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন মমতা।

এদিন ঐতিহ্যবাহী ইস্কনের রথযাত্রারয় অংশ নেন মুখ্যমন্ত্রী। প্রথমে আরতি করেন। পরে রথের রশিতে টান দেন। বাংলা, ভারত তথা সারা বিশ্বের মঙ্গল কামনা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী-সহ অন্যান্যরা।



spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...