Thursday, August 28, 2025

মর্মান্তিক, দিঘায় সমুদ্রে স্নানের সময় বাজ পড়ে মৃত্যু দুই পর্যটকের; আহত তিন

Date:

সমুদ্রে স্নান করতে নেমে ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের।আজ, রথযাত্রার দিন সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ২ পর্যটকের, আহত আরও ৩ । দুর্ঘটনাটি ঘটে নিউ দিঘার ক্ষণিকাঘাটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল পর্যটক দিঘা বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। আচমকাই অঝোর ধারায় বৃষ্টি নামে। বাজ পড়তে থাকে ঘনঘন! বজ্রাঘাতেই মৃত্যু হয় দুই পর্যটকের।
শুক্রবার দিঘার ক্ষণিকাঘাটে এই দুর্ঘটনায় নিহতদের নাম সুগম পাল(২৪) এবং শুভজিৎ পাল(২৫)। সুগমের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। শুভজিৎ পাল নদিয়ার কল্যাণীর শহিদপল্লী এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ ISL: আইএসএলের রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল: সূত্র
জানা গিয়েছে, রথযাত্রার দিন সকালে দিঘায় পৌঁছন পাঁচ বন্ধু। দেবাশীষ বিশ্বাস নামে মৃতদের এক বন্ধু জানান তিনি, সুগম, সুগমের স্ত্রী তিয়াশা, শুভজিৎ ও সমির পাত্র নামে আরও এক বন্ধু দিঘায় আসেন। সমুদ্রে স্নানে নেমেই বিপত্তি। বাজ পড়ে মৃত্যু হয় সুগম ও শুভজিতের। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় দিঘা থানার পুলিশ। ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৃত সুগমের স্ত্রী তিয়াশা। বছরখানেক আগেই বিয়ে হয়েছে তিয়াসা ও সুগমের। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রে নেমে সকলেই ছবি তুলছিলেন। হঠাৎ-ই বৃষ্টি শুরু হয়। আচমকাই বাজ পড়ে, জলের মধ্যেই লুটিয়ে পড়েন দু’জন। বাকি তিন জন কম-বেশি আহত হন। নুলিয়া ও পুলিশকর্মীরা তাঁদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version