Thursday, August 28, 2025

মোদিকে এড়িয়ে হায়দ্রাবাদ বিমানবন্দরে যশবন্তকে স্বাগত জানালেন কেসি রাও

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) পা রেখেছেন হায়দ্রাবাদে(Hyderabad) অথচ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হলেন না তেলেঙ্গানার(Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(K Chandrashekhar Rao)। কিন্তু মোদির ঘন্টাখানেক পর হায়দ্রাবাদ বিমানবন্দরে পা রাখা রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে(Yashwant Sinha) সাড়ম্বরে স্বাগত জানালেন তিনি। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে গত ছয় মাসে তিনবার হায়দ্রাবাদ বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির হলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেসি রাও-এর তেলঙ্গনায় এখন চলছে বিজেপি-র কর্মসমিতির বৈঠক। রাজ্যজুড়ে উড়ছে পদ্ম পতাকা। জেপি নাড্ডা থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা এখন তেলঙ্গনায় ঘাঁটি গড়েছেন। সেই উপলক্ষে এদিন হায়দ্রাবাদে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন কেসি রাও। তবে কিসি রাওয়ের এই পদক্ষেপে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, সেটা হল টিআরএস প্রধান একেবারে মমতার ছকেই কোমর বেঁধে বিজেপি বিরোধিতায় নামছেন। শনিবার যশবন্ত সিংকে স্বাগত জানাতে হায়দ্রাবাদ বিমানবন্দরে উপস্থিত হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রচারে আসা যশবন্ত সিনহা-কে নিয়ে হায়দ্রাবাদ সহ তেলঙ্গনার বিভিন্ন জায়গায় হুড খোলা জিপে ঘুরবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, দক্ষিণের রাজ্য হিসেবে কর্ণাটকের পর বিজেপির লক্ষ্য এখন তেলেঙ্গানা। যার ফলেই এত রাজ্য ছেড়ে তেলেঙ্গানায় কর্ম সমিতির বৈঠক করছে বিজেপি। তবে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন টিআরএস প্রধান কেসি রাও।


Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version