West Bengal: ১৮ জুলাই থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি শুরু

করোনা কাটিয়ে অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলেও এবছর কলেজ (College) ও বিশ্ববিদ্যালয়ে (University) ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনেই। এর জন্য আলাদা করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতমাসে। হিসেব মতো এ মাসের মাঝামাঝির সময় থেকেই কলেজে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেইমতো এবার বিজ্ঞপ্তি জারি করা হল উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। আগামী ১৮ জুলাই থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি (Online Admission) শুরু।

করোনা কাটিয়ে অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলেও এবছর কলেজ (College) ও বিশ্ববিদ্যালয়ে (University) ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনেই। এর জন্য আলাদা করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের। উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তরে আলাদা আলাদা সময়ে ভর্তি নেওয়া হবে।

স্নাতক স্তরে ভর্তির নিয়ম:

আবেদন শুরু: ১৮ জুলাই
আবেদন করার শেষ তারিখ: ৫ আগস্ট
মেধা তালিকা প্রকাশ: ১৬ আগস্ট
ভরতির প্রক্রিয়া শেষ: ১৫ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ১৯ সেপ্টেম্বর (প্রথম সেমেস্টার)

স্নাতকোত্তরে ভর্তির নিয়ম:

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর
আবেদন করার শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর
মেধা তালিকা প্রকাশ: ২০ সেপ্টেম্বর
ভরতির প্রক্রিয়া শেষ: ২১ অক্টোবর
ক্লাস শুরু: ১ নভেম্বর

পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ভর্তির জন্য যে অর্থ দাখিল করতে হবে তা ই-পেমেন্ট সার্ভিস-এর (E-payment) মাধ্যমেই জমা দেওয়া যাবে তাই আলাদা করে বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই।



Previous articleRavindra Jadeja: ঋষভ পন্থের পর ব‍্যাট হাতে শতরান জাদেজার
Next articleঅমরাবতী খুনের ঘটনাতেও কি নূপুর শর্মা ইস্যু? তদন্তে নামলো NIA