Tuesday, January 13, 2026

Wriddhiman Saha: সিএবিতে এসে এনওসি নিয়ে গেলেন ঋদ্ধি

Date:

Share post:

শনিবার সিএবিতে ( CAB) এসে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) নিয়ে গেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। যার ফলে সরকারিভাবে বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন হল ঋদ্ধির। এদিন সিএবিতে উপস্থিত ছিলেন, সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এদিন দুপুরে সিএবি-তে আসেন ঋদ্ধিমান। তারপর মোট ৩৭ মিনিট অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় ঋদ্ধির। এদিন আবারও ঋদ্ধিকে বোঝানোর চেষ্টা করা হয় বাংলায় থাকার জন‍্য। তবে বাংলা ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন ঋদ্ধি। এরপরই তাঁকে এনওসি দিয়ে দেয় সিএবি।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন,”আমাকে আগে অনুরোধ করা হয়েছিল। আজকেও বার বার অনুরোধ করা হয়েছে। কিন্তু আগে থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। তাই আজ এনওসি নিয়েই নিলাম। বাংলার সঙ্গে কোনও দিন আমার কোনও ইগো ছিল না। হয়তো কোনও ব্যক্তির সঙ্গে মতান্তর হয়ে থাকতে পারে, তার জন্যেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাংলার জন্য সব রকম শুভেচ্ছা থাকল। ভবিষ্যতে যদি আমাকে দরকার হয়, পরিস্থিতি ঠিক ঠাক থাকে তা হলে সাহায্য করতেই পারি।”

এনওসি নিলেও, কোন রাজ‍্যের হয়ে খেলবেন ঋদ্ধি, তা নিয়ে কিছু এদিন বললেন না পাপালি। তিনি বলেন,” এখনও সিদ্ধান্ত হয়নি। যখন ১০০ শতাংশ হবে তখন সবাই সরকারি বা বেসরকারি ভাবে ঠিকই জানতে পারবেন। আগে থেকে সরকারি ভাবে কিছু বলতে পারব না। অনেক রাজ্যের সঙ্গেই কথা চলছে। দেখা যাক কী হয়।”

এরপাশাপাশি বাংলা ছাড়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে জানান ঋদ্ধি। এই নিয়ে তিনি বলেন, “ফোনে কোনও দিনই সেভাবে আমাদের কথা হয়নি। আগে দু’একবার হয়েছে। তবে বাংলার বিষয়ে কোনও কথা হয়নি। ফোনে যখন সে ভাবে কথাই হয় না, তা হলে এটা নিয়ে আলাদা করে কথা বলতে যাবেন কেন?”

আরও পড়ুন:Rishabh Pant: ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন পন্থ, টপকে গেলেন ক‍্যাপ্টেন কুলকে

 

 

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...