Thursday, December 18, 2025

চায়ের দাম ২০ টাকা আর সার্ভিস চার্জ ৫০! দিনের পর দিন রেলের ডাকাতির পর্দাফাঁস করলেন যাত্রী

Date:

Share post:

চায়ের দাম ২০ টাকা। আর তার সার্ভিস চার্জ ৫০ টাকা। শুনলেও অবাক লাগছে তাই না! কিন্তু দিল্লি থেকে ভোপালগামী শতাব্দী এক্সপ্রেসে দিনের পর দিন দিনে দুপুরে এমনই ডাকাতি চলছে।যা হাতে নাতে ধরলেন ট্রেনেরই এক যাত্রী।

আরও পড়ুন:অগ্নিপথ : স্থগিত রেখে আলোচনায় বসুন, প্রতিরক্ষা উপদেষ্টা কমিটির বৈঠকে বলবেন সুদীপ

গত ২৮ জুন শতাব্দী এক্সপ্রেসে চড়েছিলেন এক যাত্রী। চা পান করতে চেয়ে ট্রেনেই চায়ের অর্ডার দেন তিনি। যথাসময়ে গরম গরম চা-ও চলে আসে। কিন্তু বিল দেখতেই চক্ষু চড়কগাছ! এ কী !চায়ের দাম ২০ টাকা। আর তার সার্ভিস চার্জ ৫০টাকা!এতো বাঁশের চেয়ে কঞ্চি দড় অবস্থা! আইআরসিটিসি-র ইনভয়েসটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যাত্রী। এরপরই রীতিমত ভাইরাল হয়ে পড়ে তাঁর পোস্টটি।


ট্রেনযাত্রী বালগোবন্দি ভার্মা  আইআরসিটিসি-র ইনভয়েসটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘২০ টাকার চায়ের উপর ৫০ টাকার কর। এত দিন শুধু ইতিহাস বদলাতো, এখন সত্যি দেশের অর্থশাস্ত্র বদলে গিয়েছে।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও সমালোচনার ঝড় বয়ে যায়।

 


যদিও রেলওয়ে এই বিষয়ে কান দিতে নারাজ। অজুহাতের একাধিক গল্প তাদের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই, তাদের যুক্তি, যদি কোনও যাত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময়ই আগাম খাবারেরও বুকিং না করেন তা হলে ৫০ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ ট্রেনে সফরের সময় কিছু কিনে খেতে হলে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ২০১৮ সালে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছিল তারা। বলা হয়েছিল, আগে থেকে বুকিং না করা থাকলে সফরের সময় যদি কোনও যাত্রীর চা, কফিও অর্ডার করেন তা হলেও ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ তাদের হিসেবমতো নিয়মে কোনও ফাঁক নেই। কিন্তু ২০ টাকার চায়ে ৫০ টাকার সার্ভিস চার্জ কী দিনে দুপুরে ডাকাতি নয়?

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...