Sunday, May 4, 2025

জাতীয় কর্ম সমিতির বৈঠকে বাংলায় ক্ষমতা দখল নিয়ে প্রত্যয়ী শাহ, পাল্টা খোঁচা কুণালের

Date:

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় গোহারা হারলেও আগামী নির্বাচনে এ রাজ্যে ক্ষমতা দখল নিয়ে রীতিমতো প্রত্যয়ী অমিত শাহ, জেপি নাড্ডারা। আর সে কথাই উঠে এলো বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে। রবিবার তেলেঙ্গানায় গেরুয়া শিবিরের কর্ম সমিতির বৈঠকে অমিত শাহ বার্তা দিলেন, শীঘ্রই বাংলা ও তেলেঙ্গানা দখল করবে বিজেপি। যদিও তাদের এই দাবিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পাল্টা তোপ, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”

তেলেঙ্গানায় বিজেপির কর্ম সমিতির বৈঠকে রবিবার দুপুরে পেশ হয় রাজনৈতিক প্রস্তাব। সেখানে পরিবারতন্ত্র ইসুতে কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দলগুলিকে আক্রমণ শানাতে দেখা যায় বিজেপিকে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। ভয়ে সভাপতি নির্বাচন করছে না। বাংলা, তেলেঙ্গানাতেও পারিবারিক দলের শাসন চলছে।” এরপরই বিজেপির জন্য টার্গেট বেঁধে দিয়ে অমিত শাহ জানান, শীঘ্রই বিজেপি বাংলা ও তেলেঙ্গানা দখল করবে। এর পাশাপাশি ওড়িশা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও উড়বে গেরুয়া পতাকা। অমিত শাহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিকবাদ, পরিবারবাদ এবং তোষণ চলছে। এর বিরুদ্ধে উন্নয়নের রাজনীতি করবে গেরুয়া শিবির।

শাহের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলায় মানুষের সরকার চলছে। পরিবারতন্ত্র নিয়ে কীভাবে প্রশ্ন তুলতে পারে বিজেপি? এ রাজ্যে তো অধিকারী পরিবারের সাইনবোর্ড ঝুলছে। রাজ্যে-রাজ্যেও তো পরিবারতন্ত্র চালায় ওরা।” পাশাপাশি গিয়ে দোয়া শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”


Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...
Exit mobile version