Sunday, November 2, 2025

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, রায় নয়: ভর্ৎসনার পরও নূপুরের পাশে আইনমন্ত্রী

Date:

Share post:

সুপ্রিমকোর্টের(supreme court) তীব্র ভর্ৎসনার পরও বিতর্কিত নেত্রী নূপুর শর্মার পাশেই দাঁড়াল গেরুয়া শিবির। আদালতের পর্যবেক্ষণকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু(Kiran Rijiju) জানালেন, নূপুর শর্মাকে(Nupur Sharma) নিয়ে আদালত যা বলেছে তা পর্যবেক্ষণ, লিখিত রায় নয়। খোদ আইনমন্ত্রী এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।

কেন্দ্রীয় সরকার যে শুরু থেকে নূপুরের পাশেই দাঁড়িয়ে রয়েছে তা আকারে ইঙ্গিতে বেশ স্পষ্ট। আর সেই পথেই এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে জানান, “একজন আইনমন্ত্রী হিসাবে আমার বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তাছাড়া এটা তো মৌখিক পর্যবেক্ষণ। এটা কোনও লিখিত রায় নয়। সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা বলব। আমার যদি এই পর্যবেক্ষণে সমস্যা থাকে বা যেভাবে এটা বলা হয়েছে সেটা নিয়ে প্রবল আপত্তি থাকে তাহলেও এটা নিয়ে কিছু বলব না।”

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে জানানো হয়, “নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অবিবেচকের মতো। রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা মুখে এল, তা বলে দেওয়া যায় না।” শুধু তাই নয়, আদালত আরও জানায়, তাঁর মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে আগুন জ্বলছে। এমনকী উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী নূপুর শর্মার উসকানিমূলক মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি। তাঁর উচিত প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া। এদিকে আদালতের পর্যবেক্ষণের পর বিজেপি সরকারকে তুলোধোনা করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের (TMC) তরফে টুইট করে বলা হয়েছে, এতকিছুর পরও নূপুর শর্মাকে যেভাবে অমিত শাহ (Amit Shah) এবং দিল্লি পুলিশ আড়াল করছে সেটা লজ্জার।


spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...