Friday, November 14, 2025

Manisha Kalyan: নজির গড়লেন মনীষা কল্যাণ, চ‍্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে ভারতীয় এই মহিলা ফুটবলারকে

Date:

নজির গড়লেন ভারতের (India) মহিলা ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। মহিলা ফুটবলার মনীষা এবার যোগ দিলেন ইউরোপের ক্লাবে। দু’বছরের জন্য সাইপ্রাসের লিগ চ্যাম্পিয়ন ক্লাব এপোলো মহিলা দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। সাইপ্রাসের এপোলো মহিলা দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ( UEFA Champions League) অভিষেকের অপেক্ষায় ভারতীয় ফুটবল দলের নতুন তারা। সাইপ্রাসের এপোলো মহিলা দলে যোগ দেওয়া মনীষা এর আগে খেলতেন গোকুলাম কেরলা এফসিতে। আর এবার চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে দেখা যাবে তাঁকে। রবিবার তাঁর ক্লাব গোকুলামের তরফ থেকে জানান হল মনীষার এই সাফল্যের কথা।

দু’বার মহিলাদের আইলিগ জেতার রেকর্ড রয়েছে মনীষার। উপমহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে গোল করার রেকর্ড রয়েছে ২০ বছর বয়সী এই ফুটবলারের। বিভিন্ন পজিশনে স্বচ্ছন্দে খেলতে পারেন ভারতীয় এই ফুটবলার। লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন মনীষা। বাঁ দিকের উইং বরাবর উঠে এসে কাট করে ভেতরে ঢুকে পড়ার দক্ষতা রয়েছে তাঁর। গত বছরেই ব্রাজিলের মহিলা দলের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। তবে সেই ম্যাচে গোল করেছিলেন মনীষা। দুই বছরের জন্য সাইপ্রাসের ক্লাবে খেলতে যাচ্ছেন তিনি।

পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে উঠে আসা এই ফুটবলারকে ২০২০-২১ মরশুমে এমার্জিং ফুটবলার হিসেবে নির্বাচিত করেছিল এআইএফএফ। দেশ ও ক্লাবের হয়ে ইতিমধ্যেই ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন মনীষা। করেছেন ৪০টি গোল। ১৪টি গোল করে এই মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মনীষা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version