Friday, November 28, 2025

Tarun Majumdar: হবে না শেষকৃত্য, মরণোত্তর দেহদান তরুণের, সিদ্ধান্তকে সম্মান রাজ্যের

Date:

Share post:

বুদ্ধিদীপ্ত চোখ, স্বভাবসিদ্ধ গাম্ভীর্য, সদা সত্যের পথে চলা আর দোসর হিসেবে বাঙালির জাতীয় পোশাক সাদা ধুতি পাঞ্জাবি গায়ে জড়িয়ে নেওয়া। কালো ফিল্মের হাই পাওয়ার চশমা আর বইয়ের মধ্যে অবসর কাটানো, কখনও সেই অবসরেই খুঁজে নেওয়া নতুন ছবির গল্প – আজ সবই অতীত, চলে গেলেন তরুণ মজুমদার। তবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষ বিদায় জানানো যাবে না তাঁর মরনোত্তর দেহদানের অঙ্গীকারকে সম্মান জানিয়ে প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের দেহ দান করা হবে এসএসকেএম হাসপাতালে। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পরে কোনও আড়ম্বর চাননি তিনি। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে এসএসকেএম হাসপাতালেই দেহদান করা হবে বলে জানা গিয়েছে। হাসপাতালের অ্যানাটমি বিভাগ এই বিষয় প্রস্তুতি শুরু করেছে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে এনটিওয়ান স্টুডিয়োয় তাঁর অফিসে। সেখানে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। যদিও তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী কোনও ফুল আনতে বারণ করা হয়েছে তাঁর অনুরাগীদের। এরপরে ফের এসএসকেএম হাসপাতালেই দান করা হবে তাঁর দেহ। রবিবার তরুণ মজুমজারের শারীরিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ডও। তবে শেষরক্ষা হল না। সোমবার সকাল ১১টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিচালক দেহদানের পরিকল্পনা করেছিলেন। সব ঠিক থাকলে এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগেই দেহদান করা হবে। দেহর সঙ্গে সঙ্গে কর্নিয়া দানের সিদ্ধান্তও জানিয়েছেন পরিবারের সকলে। পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আড়ম্বরহীনভাবেই শেষকৃত্য করা হবে। কোনও বড় ধরণের শোকযাত্রার আয়োজন হবে না। অরূপ বিশ্বাস জানালেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তরুণবাবুর পরিবারের সঙ্গে কথা বলেই শেষকৃত্যের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে না। তরুণবাবু চেয়েছিলেন আড়ম্বরহীনভাবে শেষযাত্রা হোক। ওঁর ইচ্ছে অনুযায়ীই সেটা হবে। মরদেহ বাড়ি যাওয়ার পর ফের এসএসকেএমে নিয়ে আসা হবে দেহদানের জন্য।” সাংসদ ইন্দ্রনীল সেন জানান, এ যেন এক অধ্যায়ের অবসান হল। শোকপ্রকাশ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবারের তরফে জানানো হয়েছে আয়োজন করা হবে না কোনও বড় শোকযাত্রার।


spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...