Monday, August 25, 2025

ফের স্পাইস জেট: মাঝআকাশে উইন্ডো স্ক্রিনে ফাটল, জরুরি অবতরণ বিমানের

Date:

দুপুরের পর বিকেলে ফের জরুরি অবতরণ স্পাইস জেটের(Spice jet) বিমানে। একইরকমভাবে এবারও মাঝআকাশে বিমানে গোলযোগ। কোনওমতে জরুরি অবতরণ(Emergency Landing) ঘটিতে এড়ানো গেল দুর্ঘটনা। এবার গুজরাত(Gujrat) থেকে মহারাষ্ট্রগামী(Maharastra) বিমানের উইন্ডশিল্ডে মাঝ আকাশেই ধরল ফাটল। একইদিনে পরপর দু’বার বিমানে গোলযোগের ঘটনায় স্পাইস জেটের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, এদিন বিকেলে গুজরাতের কান্ডালা থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের উদ্দেশে উড়েছিল স্পাইসজেটের একটি বিমান। কয়েক ঘণ্টার রাস্তায় মাঝ আকাশেই ফাটল ধরে বিমান চালকের সামনেক কাচের বহিরাবরণে। ভিতরের আবরণটিতেও চিড় ধরলে বিমানের ভিতরে হাওয়া ঢুকে বিমানের বায়ুর চাপে গণ্ডগোল হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষপর্যন্ত বিমানটিকে জরুরি অবতরণ করিয়ে তা এড়ানো গিয়েছে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, নিরাপদেই রয়েছেন যাত্রীরা। এফএল২৩০ বিমানে দ্বিতীয় পাইলটের সামনের জানলার কাচে ফাটল ধরায় বিমানটিকে জরুরি ভিত্তিতে মুম্বইতেই অবতরণ করানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরেই যান্ত্রিক গোলযোগের জন্য দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে জরুরি অবতরণ করাতে হয় করাচিতে। এরপর বিকেলে ফের মাঝ আকাশে সমস্যা স্পাইস জেটে। আর এই নিয়ে গত তিন মাসে ন’বার বিমানে গোলযোগের ঘটনা ঘটল স্পাইসজেটের বিমানে। বারবার বিমানে এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে বিমানটির যাত্রী নিরাপত্তা নিয়ে।


Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version