Wednesday, May 14, 2025

বাড়ছে করোনা রোগী, বাড়তি অক্সিজেন-চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনকে চিঠি বেলেঘাটা আইডি-র

Date:

রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবারও রাজ্যে বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার। বাড়ছে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি হওয়ার সংখ্যাও। এই অবস্থায় বাড়তি চিকিৎসক ও অক্সিজেন চেয়ে স্বাস্থ্যভবনকে চিঠি দিয়েছে বেলেঘাটা আইডি।

মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে কোভিড সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৩ জন। সোমবার এই সংখ্যা ছিল ১ হাজার ১৩২ জন। শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন। জানা যাচ্ছে, মূলত কো-মরবিডিটি থাকা ব্যক্তিরাই বেশি করে আশঙ্কাজনক হচ্ছেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ১৪১ জন ভর্তি আছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। ৯২ জনের অক্সিজেন সাপোর্ট লাগছে।

এই পরিস্থিতিতে এখন বেলেঘাটা আইডি হাসপাতালের বর্তমান চিত্র বলছে, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে একটা বড় অংশই ক্রিটিক্যাল। গত ২৪ ঘণ্টায় সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসকের সংকট দেখা দিয়েছে সেখানে। ফলে সোমবারই হাসপাতালের তরফে অন্তত ১১ জন চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জেলার সমস্ত হাসপাতালকে কোভিড শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার প্রতিনিয়ত করোনার উপর নজর রাখছে।

আরও পড়ুন- মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্যকে সমর্থন করে না দল, সাফ জানালো তৃণমূল

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version