শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, নিহত ৯, আহত বহু

0
1

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার স্বাধীনতা দিবসের দিনই চলল গুলি। এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আচমকাই গুলি চালায় আততায়ী।  যার জেরে আমেরিকার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ন’জনের। পুলিশ সূত্রের খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন:Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


শিকাগোর পুলিশ সূত্রের খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুলিতে গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে । গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় ওই বন্দুকবাজের। প্রথমটায় বন্দুকের আওয়াজ টের না পাওয়া গেলেও পরে জনতার হুড়োহুড়িতে তা বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু কেন বন্দুকবাজটি হামলা চালাল, তার কারণ এখনও অস্পষ্ট।