Saturday, November 15, 2025

মহারাষ্ট্র-কর্ণাটকে কারা মারল ২ জনকে? টুইটারে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

মহারাষ্ট্রে ও কর্ণাটকে কারা মারল দুই ব্যক্তিকে- টুইটারে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Banerjee)। মহারাষ্ট্রের (Maharastra) নাসিক জেলার ইওলা টাউনে চার অজ্ঞাত পরিচয় যুবকের গুলিতে মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী এক মুসলিম ধর্মগুরুর। কর্ণাটকের (Karnataka) সরলা বাস্তুর চর্চা করা চন্দ্রশেখরকেও মারা হয়েছে। এই ঘটনায় দুজন গ্রেফতার হয়েছে। বুধবার এই দুই নৃশংস ঘটনার উল্লেখ করে টুইট (Tweet) করেন অভিষেক। একইসঙ্গে বিজেপিকে (BJP) তীব্র কটাক্ষ করে বলেছেন, এক নতুন ভারতের এটাও আর একটা দিন। ৷ সেই সঙ্গে কয়েকজন বিজেপির উত্তরীয় পরা যুবকের ছবিও দিয়েছেন অভিষেক তাঁর টুইটার হ্যান্ডেলে। ইঙ্গিত পরিষ্কার। ধর্মের নামে এই নিধনের অতীত রেকর্ড দেশে কাদের আছে তা সকলেই জানে। মুসলিম এই ধর্মগুরুর শিকড় আদতে আফগানিস্তানে। উন্মত্ত ঘৃণ্য ধর্মীয় রাজনীতির শিকার হলেন এই মুসলিম ধর্মগুরু। আততায়ীরা এখনও পর্যন্ত অধরাই। দেশে একের পর এক ধর্মীয় হিংসার ঘটনা ঘটেই চলেছে। অথচ নির্বিকার দেশের সরকার।

মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের (Udhab Thakre) জোট সরকার ভেঙে তৈরি মহারাষ্ট্রের সদ্য গঠিত শিন্ডে সরকারের পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এ ঘটনায়। একদিকে রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি, বেকারত্ব, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি, টাকার দাম সহ দেশের অর্থনীতির অধঃপতন। এসব থেকে নজর ঘোরানোর জন্যই বিজেপি সরকার উন্মত্ত ধর্মীয় বিভাজন ও হিংসার রাজনীতিতে উসকানি দিচ্ছে। নিজেদের লোকদের দিয়েই একের পর এক ঘটনা ঘটাচ্ছে। যার জলজ্যান্ত উদাহরণ বিজেপি নেত্রী ও মুখপাত্র নূপূর শর্মার (Nupur Sharma) কুমন্তব্য, যার জেরে দেশে আগুন জ্বলছে। অথচ তাঁকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বরং প্রোটেকশন দেওয়া হয়েছে। উদয়পুরের নৃশংস-কাণ্ডে জড়িত রিয়াজ আখতারির সঙ্গে সরাসরি বিজেপির যোগাযোগ প্রমাণিত হয়েছে। জম্মুতে ধৃত জঙ্গি তালিব হোসেন শাহ আদতে বিজেপির আইটি সেলের সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার ছবিও ইতিমধ্যেই সামনে এনেছে তৃণমূল। তারপর নাসিকের এই মুসলিম ধর্মগুরুকে হত্যা করা হল। কবে থামবে এই ধর্মীয় হিংসার ঘৃণ্য রাজনীতি- প্রশ্ন তৃণমূলের।

আরও পড়ুন:পাহাড়বাসী মমতার সঙ্গেই আছেন, আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে অনীত থাপা

 

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...