অবতরণের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া ইন্ডিগোর উড়ানে

স্পাইসজেট ও ভিস্তারার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিল ইন্ডিগোর একটি বিমানে। বুধবার বিকেলে বিমানটি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দর থেকে মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দরে আসছিল। বিকেল ৩টা নাগাদ ইন্দোরে অবতরণ করার ঠিক আগেই বিমানটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই ইন্দোর বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে দিল্লির বেশ কিছু যাত্রী ছিলেন। তাঁদের সংস্থার অন্য বিমানে দিল্লি পাঠানো হয়। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, কী কারণে বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হল তা জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা সকলেই নিরাপদ আছেন বলে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- Rail: যাত্রী নিরাপত্তায় বাংলার ২২৩ টি স্টেশনে সিসিটিভি নজরদারি চালাবে রেল

Previous articleRail: যাত্রী নিরাপত্তায় বাংলার ২২৩ টি স্টেশনে সিসিটিভি নজরদারি চালাবে রেল
Next articleত্রিপুরায় আক্রান্ত চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা, পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি