Thursday, November 13, 2025

শুরু হল ভারত – নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবা, যাতায়াতে লাগবে সচিত্র পরিচয়পত্র 

Date:

মাত্র ১৬ ঘণ্টা, আর এর মধ্যেই শিলিগুড়ি (Siliguri) থেকে আপনি সোজা পৌঁছে যাবেন কাঠমান্ডুতে (Kathnandu)। মানে ভারত (India) থেকে সোজা নেপালে (Nepal)। পূর্ব ঘোষণা মতোই শিলিগুড়ি কাঠমান্ডু ব্যস পরিষেবা চালু হল আজ থেকে। এ দিন শিলিগুড়িতে বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাসে করে যেতে গেলে সময় লাগবে মাত্র ১৬ ঘন্টা । তবে আপনাকে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র (Identity Card)। এই দিন বাস পরিষেবার উদ্বোধন করে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি- ঢাকা বাস পরিষেবা শুরু হবে৷ সেই নিয়েও ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে আপাতত শিলিগুড়ির তেনজিং নোড়গে বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এই এসি ভলভো বাস৷ সপ্তাহে তিন দিন ছাড়বে শিলিগুড়ি থেকে আর তিন দিন কাঠমান্ডু থেকে। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শুক্রবার ছাড়বে বাস৷ কাঠমান্ডু থেকে ছাড়বে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার৷ কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে শিলিগুড়ি থেকে ছেড়ে পানিট্যাঙ্কি-কাঁকড়াভিটা, কোশি, লালগড়, ধাড়কে হয়ে কাঠমান্ডু পৌঁঁছবে বাস৷ শিলিগুড়ি থেকে বিকেল তিনটেয় রওনা দিয়ে পরের দিন সকাল সাতটায় কাঠমান্ডু পৌঁছবে। যাত্রাপথে যাত্রীদের চা পান বা খাবারের জন্য কোশি, লালগড় এবং ধাড়কেতে থামবে বাস৷ এই বাসে চড়তে গেলে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র। ভারতীয় যাত্রীদের আধার কার্ড এবং প্যান কার্ড রাখতে হবে। নেপালের নাগরিকদের ক্ষেত্রেও সেই দেশের সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক৷ বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা রাখা আবশ্যিক ৷ ৪১টি আসন বিশিষ্ট এই বাস চালু হওয়ায় দুই দেশের যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version