Friday, November 14, 2025

শুরু হল ভারত – নেপাল আন্তর্জাতিক বাস পরিষেবা, যাতায়াতে লাগবে সচিত্র পরিচয়পত্র 

Date:

মাত্র ১৬ ঘণ্টা, আর এর মধ্যেই শিলিগুড়ি (Siliguri) থেকে আপনি সোজা পৌঁছে যাবেন কাঠমান্ডুতে (Kathnandu)। মানে ভারত (India) থেকে সোজা নেপালে (Nepal)। পূর্ব ঘোষণা মতোই শিলিগুড়ি কাঠমান্ডু ব্যস পরিষেবা চালু হল আজ থেকে। এ দিন শিলিগুড়িতে বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাসে করে যেতে গেলে সময় লাগবে মাত্র ১৬ ঘন্টা । তবে আপনাকে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র (Identity Card)। এই দিন বাস পরিষেবার উদ্বোধন করে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি- ঢাকা বাস পরিষেবা শুরু হবে৷ সেই নিয়েও ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে আপাতত শিলিগুড়ির তেনজিং নোড়গে বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এই এসি ভলভো বাস৷ সপ্তাহে তিন দিন ছাড়বে শিলিগুড়ি থেকে আর তিন দিন কাঠমান্ডু থেকে। শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শুক্রবার ছাড়বে বাস৷ কাঠমান্ডু থেকে ছাড়বে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার৷ কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে শিলিগুড়ি থেকে ছেড়ে পানিট্যাঙ্কি-কাঁকড়াভিটা, কোশি, লালগড়, ধাড়কে হয়ে কাঠমান্ডু পৌঁঁছবে বাস৷ শিলিগুড়ি থেকে বিকেল তিনটেয় রওনা দিয়ে পরের দিন সকাল সাতটায় কাঠমান্ডু পৌঁছবে। যাত্রাপথে যাত্রীদের চা পান বা খাবারের জন্য কোশি, লালগড় এবং ধাড়কেতে থামবে বাস৷ এই বাসে চড়তে গেলে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয় পত্র। ভারতীয় যাত্রীদের আধার কার্ড এবং প্যান কার্ড রাখতে হবে। নেপালের নাগরিকদের ক্ষেত্রেও সেই দেশের সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক৷ বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা রাখা আবশ্যিক ৷ ৪১টি আসন বিশিষ্ট এই বাস চালু হওয়ায় দুই দেশের যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version