Thursday, August 28, 2025

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা নকভির, উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জল্পনা

Date:

রাজ্যসভায়(RajyaSabha) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবার মুখতার আব্বাস নকভিকে টিকিট না দেওয়ার জল্পনা শুরু হয়েছিল হয়ত উপরাষ্ট্রপতি(Vice Precident) প্রার্থী করা হতে পারে তাঁকে। সেই জল্পনার মাঝেই এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি(Mukhtar Abbas Naqvi)।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত বৈঠক ডাকা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। সেই বৈঠকের পরই প্রকাশ্যে আসে নকভির ইস্তফার বিষয়টি। নকভির পাশাপাশি ইস্তফা দিয়েছেন সদ্য জেডিইউ থেকে বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী আরসিপি সিং। এই দুই মন্ত্রিই রাজ্যসভার সাংসদ ছিলেন। আগামী বৃহস্পতিবারই রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তাঁদের। ফলে নতুন করে টিকিট না পাওয়ায় এমনিতেই ইস্তফা দিতে হত দু’জনকে। সেই মতো এদিন ইস্তফা দিলেন ওই দুই মন্ত্রী।

এদিকে নকভি পদত্যাগ করায় উপরাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা নতুন করে উস্কে উঠেছে। এবারের রাজ্যসভা নির্বাচনে নকভিকে প্রার্থী না করার পর থেকেই এই জল্পনা বাড়তে থাকে। শোনা যায়, আদিবাসী ও মুসলিম এই অঙ্কে এবার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে নামবে বিজেপি। রাষ্ট্রপতি পদে বিজেপি আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পর অনেকেই কার্যত নিশ্চিত হয়ে যান উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সম্ভাবনা মুক্তার আব্বাস নকভির। যদিও এরি মাঝে আরও একটি নাম সামনে আসে, তিনি হলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version