ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩০৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৪,৪৮১.৮৪ (⬆️ ০.৫৬%)

🔹নিফটি ১৬,২২০.৬০ (⬆️ ০.৫৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। শুক্রবার ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৩০৩ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৮৭ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩০৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩০৩.৩৮ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৪৮১.৮৪। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ৮৭.৭০ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,২২০.৬০।


Previous articleশিনজো আবের মৃত্যুকে সমর্থন চিনের! বেজিংয়ের যুক্তিতে বিতর্ক
Next articleDengue: রাজ্যে ডেঙ্গু রোধে একাধিক সতর্কতা জারি নবান্নের