Thursday, November 13, 2025

ক্যানিং কাণ্ডে প্রথম গ্রেফতার, ধৃত আফতাফউদ্দিন লোকেশন পৌঁছে দিচ্ছিল আততায়ীদের কাছে!

Date:

দক্ষিণ ২৪ পরগনার (Sourh 24 pargana) ক্যানিংয়ে (Canning) দিনদুপুরে সকলের সামনে ৩ তৃণমূল (TMC) নেতা-কর্মী খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এরপরই উচ্চপর্যায়ের তদন্তে নামে পুলিশ প্রশাসন। পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের আগেই দুই মহিলা-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এবার প্রথম গ্রেফতার। ধৃতের নাম আফতাফউদ্দিন। কুলতলি (Kultali) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও নিহতদের পরিবারের FIR-এ নাম ছিল না এই আফতাফউদ্দিনের। কিন্তু তদন্তে নেন পুলিশ জানতে পারে ধৃত আফতাফউদ্দিনই আততায়ীদের কাছে নিহত তৃণমূল নেতা স্বপন মাজি ও তাঁর দুই সঙ্গীর কারেন্ট লোকেশন পৌঁছে দিচ্ছিল। এই হত্যার ঘটনায় গোয়েন্দারা ঠাণ্ডা মাথায় খুনের চক্রান্ত খুঁজে পেয়েছেন।

জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই তৃণমূল নেতাকে খুনের ছককষা হচ্ছিল। সেই পরিকল্পনা মাফিক দুষ্কৃতীদের আগেই ক্রাইম স্পটে পৌঁছয় আফতাফউদ্দিন। সে একটি বাইকে করে স্বপন মাজিদের বাইকে খুব কাছ থেকে ফলো করছিল।এবং আততায়ীদের লোকশন জানাচ্ছিল। এরপরই হামলা চালায় দুষ্কৃতীরা।

আজ, শনিবারই ধৃত আফতাফউদ্দিনকে আদালতে পেশ করবে পুলিশ। তাকে হেফাজতে চাওয়া হবে। তারপর আফতাফউদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। এই ষড়যন্ত্রে আরও বেশ কয়েকজন সামিল ছিল বলে সন্দেহ পুলিশের। আফতাফউদ্দিনকে জেরা করে বাকিদের যাচ্ছে পৌঁছতে চাইছে তদন্তকারীরা।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version