Friday, November 14, 2025

অমরনাথে আটকে পড়া রাজ্যবাসীর জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী: নবান্নে কন্ট্রোল রুম, চালু হেল্পলাইন

Date:

অমরনাথের (Amarnath) মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আটকে পড়া রাজ্যবাসীর সুবিধার জন্য হেল্পলাইন (Help Line) চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শনিবার, দুপুরে টুইট করে হেল্পলাইন নম্বর জানান মমতা। হেল্পলাইন নম্বর- ০৩৩-২২১৪৫২৬। ২৪ ঘণ্টাই চালু থাকবে। নবান্নে কন্ট্রোল রুম (Control Room) খুলে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “অমরনাথ বিপর্যের ঘটনায় আমি হতবাক ও শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আটকে পড়া পুণ্যার্থী ও তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২২১৪৫২৬), আমাদের দিল্লি রেসিডেন্স অফিসকে সক্রিয় করা হয়েছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে””আমাদের আটকে পড়া পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে”।

 

শুক্রবার বিকেলে মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথের গুহার উপর থেকে হঠাৎ করেই হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। তীর্থযাত্রীদের অস্থায়ী তাঁবুগুলি ভেসে যায়। নিখোঁজদের সন্ধানে লাগাতার তল্লাশি চলছে। সঙ্গে চলছে উদ্ধারের কাজ। ফের শনিবার বৃষ্টি নামায় উদ্ধারে সমস্যা দেখা দিয়েছে। অমরনাথে নিখোঁজ পুণ্যার্থীদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এনডিআরএফ-এর (NDRF) তরফে ২টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনার জেরে অমরনাথ যাত্রা স্থগিত করেছে জম্মু ও কাশ্মীর সরকার।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version