Friday, January 16, 2026

“রোল অ্যাকশন কাট এবং অন্যান্য”, বন্ধু কুণালকে নতুন বই উৎসর্গ ব্রাত্যর

Date:

Share post:

তাঁর প্রিয় পাঠক ও বই প্রেমীদের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নতুন উপহার। ফের একটি নতুন বইয়ের আত্নপ্রকাশ। সোমবার কফি হাউস বই বাজারে ব্রাত্য বসু নিজে হাতে তাঁর নতুন বই “রোল অ্যাকশন কাট এবং অন্যান্য”-এর উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি জানান, দীপ প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটি তিনি তাঁর বন্ধু সাংবাদিক-প্রাবন্ধিক কুণাল ঘোষকে উৎসর্গ করলেন।

ব্রাত্য বসুর কথায়, “কুণাল আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা সমবয়সী। একই বছরে মাধ্যমিক পাস করেছি। একসঙ্গে কাজও করেছি। এখনও করছি। আমার নতুন বই আমি আমার বন্ধু কুণাল ঘোষকে উৎসর্গ করলাম।”

ব্রাত্যর আরও সংযোজন, “কুণালের অনেক সত্ত্বা। একদিকে যেমন প্রতিষ্ঠিত সাংবাদিক। অন্যদিকে লেখক, প্রাবন্ধিক। সম্প্রতি রোববার করে একটি পত্রিকায় কলম লিখছেন। সেটা পড়লে বুঝেবেন অতীত থেকে বর্তমান, সমাজ, রাষ্ট্র, সহকর্মীদের নিয়ে তাঁর লেখনী কতটা হৃদয়স্পর্শী। আমি তার জীবনে বহু উত্থান-পতন কাছ থেকে দেখেছি। লড়াই দেখেছি। স্পর্ধা দেখেছি। তাঁর কারাবাসের অভিজ্ঞতার কথাও ফুটে উঠেছে কুণালের বিভিন্ন লেখায়।”

অন্যদিকে, ব্রাত্য বসুর মতো একজন মানুষের থেকে এমন সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানালেন কুণাল ঘোষ। তিনি বললেন, “আমি কৃতজ্ঞ। আমি আপ্লুত। ব্রাত্য বসুর মতো উচ্চতার একজন লেখক তার নতুন বই আমাকে উৎসর্গ করায় আমি আরও উৎসাহিত। আগামিদিনে আরও নতুন কিছু লেখার ক্ষেত্রে এমন সম্মান আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দীপ প্রকাশনকেও অনেক ধন্যবাদ এমন একটি মূল্যবান বই প্রকাশনার জন্য।”

ব্রাত্য বসু সম্পর্কে কুণাল আরও বলেন, “এই প্রজন্মে অনেক গুণী নাট্যকার আছেন। কিন্তু বাংলার নাট্য আন্দোলনকে ব্রাত্য বসু যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।ব্রাত্য বসুর নাটক সর্বদা গবেষণা ধর্মী। আসলে তিনি একজন নাট্যকারের পাশাপাশি অধ্যাপক, লেখক, সাহিত্যিক। সমাজের কথা, মানুষের কথা বলার মধ্যে দিয়ে ব্রাত্য বসু সক্রিয় রাজনীতিতে এসেছেন। কিন্তু সবকিছুর মধ্যেও তাঁর লেখনী ব্রাত্য বসুকে এই সমাজের বুকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।”


spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...