Wednesday, January 14, 2026

এইমস হাসপাতালে লালুকে গীতা পড়তে বাধা, টুইটে তোপ ক্ষুব্ধ তেজপ্রতাপের

Date:

Share post:

ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমস হাসপাতালে(AIIMS Hospital) ভর্তি করতে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে(Lalu Prasad Yadav)। তবে অভিযোগ উঠেছে হাসপাতালে লালু প্রসাদকে ভাগবতগীতা পড়তে বা শুনতে বাধা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ লালুপুত্র তেজস্বী যাদব(Tejswi Yadav)। টুইট করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

এদিন টুইটারে লালুপুত্র তথা বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ লেখেন, ‘হাসপাতালে আমার বাবাকে শ্রীমদ্ভাগবতগীতা পড়তে বাধা দেওয়া হয়েছে। যিনি এ কাজ করেছেন, তাঁকে এই জীবনেই মূল্য চোকাতে হবে।’ যদিও এইমস হাসপাতালে চিকিৎসায় লালুর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবারই দিল্লির এমস-এর ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে লালুকে। চিকিত্‍সকরা জানিয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান লালু। পরিবারের সঙ্গে এখন সেখানেই থাকেন লালু। পড়ে গিয়ে লালুর ডান কাঁধের হাড় ভেঙে যায়। পিঠেও চোট লেগেছে। হার্ট, মূত্রনালি-সহ আরও অনেক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুকে প্রথমে পটনার পারস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়।


spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...