Sunday, August 24, 2025

এইমস হাসপাতালে লালুকে গীতা পড়তে বাধা, টুইটে তোপ ক্ষুব্ধ তেজপ্রতাপের

Date:

ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমস হাসপাতালে(AIIMS Hospital) ভর্তি করতে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে(Lalu Prasad Yadav)। তবে অভিযোগ উঠেছে হাসপাতালে লালু প্রসাদকে ভাগবতগীতা পড়তে বা শুনতে বাধা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ লালুপুত্র তেজস্বী যাদব(Tejswi Yadav)। টুইট করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

এদিন টুইটারে লালুপুত্র তথা বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ লেখেন, ‘হাসপাতালে আমার বাবাকে শ্রীমদ্ভাগবতগীতা পড়তে বাধা দেওয়া হয়েছে। যিনি এ কাজ করেছেন, তাঁকে এই জীবনেই মূল্য চোকাতে হবে।’ যদিও এইমস হাসপাতালে চিকিৎসায় লালুর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবারই দিল্লির এমস-এর ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে লালুকে। চিকিত্‍সকরা জানিয়েছেন, তাঁর অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান লালু। পরিবারের সঙ্গে এখন সেখানেই থাকেন লালু। পড়ে গিয়ে লালুর ডান কাঁধের হাড় ভেঙে যায়। পিঠেও চোট লেগেছে। হার্ট, মূত্রনালি-সহ আরও অনেক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুকে প্রথমে পটনার পারস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়।


Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version