বিধানসভা প্রসঙ্গ উঠতেই তৃণমূল বলল, “আগে কারণ দেখুন”

মার্চ মাসে বিধানসভায় বাজেট অধিবেশনে চার বিধায়ককে (MLA) হুমকি দেন শুভেন্দু। চার বিধায়ক হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জ-এর বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

বিধানসভার অতীত ঘটনার প্রসঙ্গ উঠতেই পাল্টা জবাব দিল তৃণমূল। বলল, “আগে কারণ দেখুন”। বিধানসভায় বিধায়কদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হুমকি মামলার বুধবার শুনানি হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। মার্চ মাসে বিধানসভায় বাজেট অধিবেশনে চার বিধায়ককে (MLA) হুমকি দেন শুভেন্দু। চার বিধায়ক হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জ-এর বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। অভিযোগ, অধিবেশনে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় বিরোধিতা করেছিলেন তাঁরা। এরপরেই তাঁদের সরাসরি শুভেন্দু হুমকি দেন। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দল নেতা। বুধবার, সেই মামলার শুনানিতে বাম জমানার প্রসঙ্গ তোলেন বিচারপতি।

এই প্রসঙ্গে তৃণমূলের মন্তব্য় আগে সেই ঘটনার কারণ দেখুন। সেই সময় সিঙ্গুর-সহ বিভিন্ন জায়গায় সেই সময়কার বিরোধী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করা হয়। সেই অতীত স্মরণ করার কথাই বলে তৃণমূল।