ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে টি-২০ (T-20) দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলে রাখা হল না বিরাট কোহলিকে (Virat Kohli)। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহকেও (Jaspreet Bumrah)। দলে ফিরলেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অপরদিকে লোকেশ রাহুল (KL Rahul) এবং কুলদীপ যাদব ( Kuldeep Yadav) যদি সুস্থ থাকেন তা হলে তাদের দলে নেওয়া হবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট না থাকলেও দলে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টি-২০ সিরিজে ফেরানো হল রোহিতকে। দলে নেওয়া হয়েছে ঈশান কিষান, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আইয়রকে। উইকেটরক্ষক হিসাবে আছেন ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। রয়েছেন চার স্পিনার। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। বুমরাহকে বিশ্রাম দিলেও রয়েছেন দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তাঁর সঙ্গে পেস আক্রমণ সামলাবেন আবেশ খান, হর্ষল প্যাটেল এবং অর্শদীপ সিং।

একনজরের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সূর্যকুমার যদব, দীপক হুডা, শ্রেয়াস আইয়র, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্ষাল প্যাটেল, অর্শদীপ সিং। ফিট থাকলে পরে দলে কেএল রাহুল এবং কুলদীপ যাদবকে নেওয়া হবে।

Rohit Sharma (C), I Kishan, KL Rahul*, Suryakumar Yadav, D Hooda, S Iyer, D Karthik, R Pant, H Pandya, R Jadeja, Axar Patel, R Ashwin, R Bishnoi, Kuldeep Yadav*, B Kumar, Avesh Khan, Harshal Patel, Arshdeep Singh.
*Inclusion of KL Rahul & Kuldeep Yadav is subject to fitness.
— BCCI (@BCCI) July 14, 2022
আরও পড়ুন:ATK Mohunbagan: বড় খবর, কলকাতায় এএফসি কাপের সেমিফাইনাল খেলবে মোহনবাগান
