Monday, November 3, 2025

ATK Mohunbagan: বড় খবর, কলকাতায় এএফসি কাপের সেমিফাইনাল খেলবে মোহনবাগান

Date:

বড় খবর। এএফসি কাপের (AFC Cup) ইন্টার জোনাল সেমিফাইনাল কলকাতার মাটিতেই খেলবে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। এর আগে এএফসি কাপের প্রাক-পর্ব ও মূল পর্বের ম্যাচগুলি মোহনবাগান খেলেছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এবার ইন্টার জোনাল সেমি ফাইনালও কলকাতার মাটিতেই খেলবে সবুজ-মেরুণ ব্রিগেড। আর কলকাতায় ম‍্যাচ পড়ায় খুশি বাগান সচিব দেবাশিস দত্ত। এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে আশিয়ান জোন চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

৭ সেপ্টেম্বর যুবভারতীতে হবে ম্যাচ। কিন্তু কাদের বিরুদ্ধে খেলবে জুয়ান ফেরান্ডোর দল? এক্ষেত্রে আশিয়ান জোনের ফাইনাল যে দল জিতবে, তাদের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড। আশিয়ান জোনের দুই সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভিয়েট্টেল এফসি ও কুয়ালালামপুর সিটি এফসি , এবং পিএসএম মাকাসার ও কেদা দারুল আমান এফসি । এই দুই সেমি ফাইনালের বিজয়ী দল খেলবে আশিয়ান জোন ফাইনাল। আর সেই ফাইনালের বিজয়ী দল খেলবে ইন্টার জোনাল সেমি ফাইনালে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।

এদিন ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটায় এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়। গতবছর নাসাফ এফসির কাছে ০-৬ গোলে হেরে এই রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে  এবারের বাগানের দল অনেক শক্তিশালী। গ্রুপ পর্যায় গ্রুপ ‘ডি’র একনম্বর দল হিসেবে আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করেছে জুয়ান ফেরান্ডোর দল।

এএফসি কাপে গোকুলাম কেরলের কাছে হেরে অভিযান শুরু করলেও বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া এফসিকে বড় ব্যবধানে হারিয়ে এএফসির পরের রাউন্ডের ছাড়পত্র সংগ্রহ করে সবুজ মেরুন। প্রায় দুই মাস পর আবার এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তবে এবার বেশ কয়েকটা পরিবর্তন হয়েছে বাগান ব্রিগেডে। সবুজ মেরুন ছেড়েছেন দুই তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস, নেই প্রবীর দাস। ওপরদিকে বাগানের সঙ্গে যোগ দেবেন নতুন দুই বিদেশি ডিফেন্ডার ফ্লোরেন্টিন পোগবা এবং ব্রেন্ডন হ্যামিল। আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনালের টিকিট পেতে মরিয়া বাগান ব্রিগেড।

এদিকে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল মোহনবাগান কলকাতা খেলবে বলে খুশি বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি ‘এখন বিশ্ববাংলা সংবাদকে’ ফোনে বলেন, “খুবই বড় এবং আনন্দের খবর। সব থেকে বড় বিষয় হল আমরা সমর্থকদের সামনে খেলবো। তাদের ভালোবাসা আবেগ এই ম‍্যাচে অনেক সাহায্য করবে। সমর্থকরা আমাদের শক্তি।”

আরও পড়ুন:Mehuli Ghosh: মেয়ে মেহুলির সোনা জয়ে গর্বিত মা মিতলী

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version