Tuesday, November 4, 2025

বিজেপি যোগ স্পষ্ট, রাষ্ট্রপতি নির্বাচনে তাই দিল্লি গিয়ে ভোট দিতে চান শিশির-দিব্যেন্দু

Date:

আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক কাঁথির সাংসদ শিশির অধিকারী। চিকিৎসকরা অনুমতি দিলে রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লিতে গিয়ে ভোট দিতে চান শিশিরবাবু। শোনা যাচ্ছে শিশিরবাবুর আরেক পুত্র তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও দিল্লিতে গিয়ে ভোট দিতে চান। এ প্রসঙ্গে শিশির অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন, “এখন আমার বয়স ৮৪ বছর। তাই চিকিৎসকদের পরামর্শ মেনেই আমাকে চলতে হয়। তাঁরা যদি আমাকে দিল্লিতে গিয়ে ভোট দিতে যাওয়ার অনুমতি দেন, তবে অবশ্যই ভোট দিতে আমি দিল্লি যাব।” তবে রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দেবেন, সে বিষয়ে খোলসা করেননি কাঁথির সাংসদ।

যদিও বাংলার কোনও সাংসদ যদি রাজ্য বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে চান, তার ব্যবস্থাও করা হবে।
যেমন, আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়া তৃণমূলের সমস্ত লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। কিন্তু, তৃণমূল সাংসদ হলেও এখন কার্যত দল থেকে বিচ্ছিন্ন শিশির অধিকারী। তৃণমূল শীর্ষ নেতৃত্বের কোনও নির্দেশও তাঁর কাছে যায়নি বলে জানা গিয়েছে। কিন্তু শিশিরবাবু ও তাঁর সাংসদ পুত্র দিব্যেন্দু দিল্লিতে গিয়ে ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশের মধ্য দিয়ে এটা অন্তত স্পষ্ট, তাঁরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েও ঘাসফুল শিবিরের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বরং, শুভেন্দুর পথে হেঁটে শিশিরবাবু ও দিব্যেন্দু ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে ED-র তলব বাঘমুণ্ডির বিধায়ককে, ফের তলব মলয়কেও

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version