Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচার মামলায় দু’বছরের জেল

বিপাকে পড়লেন বিখ্যাত সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। ১৯ বছরের পুরনো মানব পাচার মামলায় গায়ককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাতিলায়া কোর্ট। প্রসঙ্গত ২০১৮ সালে ওই মামলাতেই পাতিয়ালা কোর্টে দোষী সাব্যস্ত হন দালের মেহেন্দি। পরে জামিনে ছাড়া পান। তারপরই রায় পুনর্বিবেচনার আবেদন জানান তিনি। সেই আবেদন খারিজ করে এদিন বিচারক পুলিশকে নির্দেশ দেন দালেরকে গ্রেফতার করার। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দালেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

টাকার বিনিময়ে বিদেশে মানব পাচারের অভিযোগ ছিল দালের মেহেন্দি ও তার ভাই সমশেরের বিরুদ্ধে। অভিযোগ, গানের দলের সদস্য হিসেবে পরিচয় দেখিয়ে বিভিন্ন সময়ে প্রচুর লোককে আমেরিকা ও কানাডায় পাচার করেন দালের ভাইয়েরা। এই ভাবে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করেন। পাঞ্জাবের বকশিস সিং নামে এক ব্যক্তি দলের মেহন্দি (Daler Mehndi) এবং তাঁর ভাই সমশেরের বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর, ২০১৭ সালেই মারা যান সমশের। বকশিস সিংয়ের অভিযোগ ছিল, কানাডায় পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দলের ও তাঁর ভাই। এরপরই মানুষ পাচার ও জালিয়াতির মতো অভিযোগে মামলা দায়ের হয় দলের ও তাঁর ভাইয়ের নামে।

আরও পড়ুন- রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Previous articleনর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন অরিন্দম: সূত্র
Next articleজীবনের দিকে সদর্থক পদক্ষেপ: cafe positive-এর চারে পা