Friday, August 22, 2025

গাঁটছড়া! সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ট ছবি পোস্ট ললিত মোদির, বিয়ে সারা?

Date:

প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে ঘনিষ্ট ছবি পোস্ট। সঙ্গে লেখা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন আইপিএল (IPL) চেয়ারম্যান ললিত মোদির (Lalit Modi) টুইটার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তাহলে কি বঙ্গ ললনা সুস্মিতা সেনকে (Sushmita Sen) বিয়ে করলেন ক্রিকেট প্রশাসনের এই বহু চর্চিত ব্যক্তি? পরে অবশ্য দ্বিতীয় টুইটে ললিত বিষয়টি খোলসা করে লিখেছেন, বিয়ে নয় সম্পর্কে রয়েছেন সুস্মিতার সঙ্গে।

বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি লেখেন, “পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু”। আচমকা এমন খবরে সারা পড়ে যায় নেটিজেনদের মধ্যে। তাহলে কি ললিত মোদিকে বিয়ে করলেন সুস্মিতা? পরে অবশ্য ললিত নিজেই ফের লেখেন, তাঁরা বিয়ে করেননি। নতুন জীবনের শুরু।  তবে বিয়েটাও হবে।

দীর্ঘদিন রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। পারিবারিক বিভিন্ন ছবিতে রোহমানের সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতার মেয়েদের। এমনকী বাংলায় সুস্মিতার আত্মীয়র বিয়েতেও যোগ দিয়েছিলেন রোহমান শলে। তবে গত মাসেই তাঁদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন সুস্মিতা। কিন্তু ললিত মোদির সঙ্গে সম্পর্কের আঁচ তিনি কাউকে দেননি।

এদিন, বেশকিছু ছবির সঙ্গে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, “সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী।” এই পোস্টের পরই সুস্মিতার সঙ্গে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ললিত স্পষ্ট করেন, বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।

ললিত মোদির হাত ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু হয়েছিল বলা চলে। আইপিএল-এর জনক বলা হয় তাঁকে। যদিও পরবর্তীকালে দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। টাকা তছরুপের অভিযোগ ওঠার পরেই দেশ ছাড়েন ললিত। এখন লন্ডনেই রয়েছেন তিনি।

আরও পড়ুন- Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচার মামলায় দু’বছরের জেল

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version