Saturday, November 22, 2025

ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিন আনছে সেরাম ইনস্টিটিউট 

Date:

Share post:

চিকিৎসা বিজ্ঞানে নয়া সাফল্য। এবার ক্যানসার (Cancer) প্রতিরোধে ভ্যাকসিন আনছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India)। জুনের দ্বিতীয় সপ্তাহে বিশেষজ্ঞ কমিটির অনুমোদন এবং সেন্ট্রাল ড্রাগস স্ট‌্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (Central Drugs Standards Control Organization) সুপারিশ মতো সেরামের এই টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। এর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়ালও সম্পূর্ণ করা হয়েছে বলে সেরামের তরফে জানানো হয়েছে।

করোনার(Corona) বিরুদ্ধে লড়াইয়ে দেশের মাটিতে ভ্যাকসিন উৎপাদন করার কৃতিত্ব লাভ করেছে আদার পুনামালার (Adar Poonawalla) সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এবার তাঁদের পরবর্তী পদক্ষেপ। হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস (HPV) মোকাবিলায় টিকা আনতে চলেছে সেরাম ইনস্টিটিউট। এ বিষয়ে তাঁদের ডিসিজিআই এর তরফ থেকে সবুজ সংকেত মিলেছে বলেও সিইও( chief executive officer) আদর পুনাওয়ালা জানিয়েছেন। সারভাইকাল ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে এই ভ্যাকসিন কার্যকরী হবে বলে জানা যাচ্ছে। আসলে এই রোগের সঙ্গে সরাসরি হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাস (HPV) এর যোগসূত্র পাওয়া গেছে। পুনাওয়ালা বলেছেন, “এই প্রথম ভারতে এইচপিভি-র টিকা আসতে চলেছে। এই বছরের শেষের দিকেই এটি বাজারে এসে যাবে বলে আমরা আশা করছি।” বিশেষজ্ঞরা বলছেন এই টিকা প্রয়োগ করতে হবে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগেই অর্থাৎ কৈশোর কালে। এর তিনটি ডোজ নিতে হবে। এতদিন পর্যন্ত দেশের বাজারে প্রাপ্ত ক‌্যানসারের দুটি টিকা সার্ভারিক্স এবং গার্ডাসিল, এইচপিভি-র দু’টি স্ট্রেনের সঙ্গে মোকাবিলায় উপযোগী। কিন্তু তা বিদেশ থেকে আমদানি করতে হত। ফলে সেই সমস্যা থেকেও সমাধান মিলছে , পাশাপাশি সেরাম ইনস্টিটিউট যে ভ‌্যাকসিনটি আনতে চলেছে তা HPV এর চারটি স্ট্রেনের মোকাবিলায় উপযুক্ত। নিঃসন্দেহে এটা অত্যন্ত খুশির খবর বলছেন চিকিৎসকরা।


spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...