Thursday, August 28, 2025

ঋণে ফেত্র সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank Of India)। ১৪ জুন ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপর সুদের হার বৃদ্ধির পর, এবার ১৪ জুলাই ফের বাড়ল মার্জিনাল কস্ট অফ ফান্ডবেসড লেন্ডিং রেট বা এমসিএলআর। চলতি কথায় যা পরিবর্তনশীল সুদের হার বা ফ্লোটিং ইন্টারেট হিসাবে পরিচিত।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের(Resarve Bank) তরফে রেপো রেট(Repo Rate) বৃদ্ধির পর স্টেট ব্যাঙ্ক সহ একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব‌্যাংক ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। একমাসের পর দ্বিতীয়বার সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক। শুক্রবার থেকে নতুন হারে এই সুদ কার্যকর হচ্ছে। জানা গিয়েছে, তিন মাস পর্যন্ত মেয়াদে যে ঋণ নেওয়া হয়েছে সেইগুলিতে ৭.০৫ শতাংশের বদলে দিতে হবে ৭.১৫ শতাংশ হারে সুদ। ছয় মাসের মেয়াদের ঋণে সুদের হার ৭.৩৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭.৪৫ শতাংশ। একবছরের মেয়াদের ঋণের সুদ দিতে হবে ৭.৪ শতাংশের বদলে ৭.৫ শতাংশ। দু’বছরের মেয়াদের ঋণে সুদের হার ৭.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৮ শতাংশ। এই সুদের হার বর্তমান ঋণগ্রাহক থেকে শুরু করে নতুন ঋণগ্রাহক, সকলের ক্ষেত্রেই কার্যকর হবে বলে ব‌্যাংকের তরফে জানানো হয়েছে। আর এই ঘটনায় মোদি সরকারের দিশাহীন অর্থনীতিকে দুষছে বিশেষজ্ঞ মহল। কারণ একদিকে লাগাতার বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, মার্কিন ডলারের তুলনায় পড়ছে টাকার দাম। আর এসব কিছুর সঙ্গে তাল মিলিয়ে মোদি সরকারের নীতিতে পকেটে টান পড়ছে দেশের সাধারণ জনগণের।


Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version