Saturday, August 23, 2025

করোনা (Corona) নিয়ে উদ্বেগের শেষ নেই, তার সঙ্গে রয়েছে অ্যাসিড পোকার (Acid Fly) দুশ্চিন্তা। এবার সমস্যা বাড়াতে রাজ্যের বুকে কালাজ্বরের (Black Fever) দাপট। রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal health department) সূত্রে খবর, ইতিমধ্যেই বাংলার ১১ জেলায় ৬৫-জন এখনও পর্যন্ত কালাজ্বরে (Black Fever) আক্রান্ত হয়েছেন। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্বস্তি নেই রাজ্যবাসীর, বঙ্গে ফিরল ‘কালাজ্বর’ এর আতঙ্ক। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে কালাজ্বর নিয়ে সমীক্ষা চালান হয়েছে। পাশাপাশি রোগ নির্মূল করতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এর জন্য আক্রান্তদের পাকা বাড়ি ও শৌচালয় করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যাঁতস্যাঁতে মাটির বাড়ি, মেঝেতে বা দেওয়ালে বালি বা বেলে মাছি ডিম পাড়ে। এই মাছির শরীরে বসবাসকারী পরজীবী দ্বারা কালাজ্বরে আক্রান্ত হয় মানুষ। এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মালদহ জেলার। এছাড়াও দার্জিলিং, বাঁকুড়া সহ একাধিক জেলায় এই রোগের সন্ধান মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ১১ টি জেলায় কমপক্ষে ৬৫ জন মানুষ এখনও পর্যন্ত কালাজ্বরে সংক্রমিত হয়েছেন। এই রোগে মানুষের ওজন কমে যায়, খিদে কমে যাওয়া, বমি বমি ভাব , শরীরের চামড়া শুকিয়ে যাওয়া, রক্তাল্পতা, প্রায়১৪ দিনের বেশি জ্বর প্রভৃতি উপসর্গ দেখা দেয়। সেরকম অনুভূত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন ২০১৭ সালে কালাজ্বর মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু ,ফের কালাজ্বর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যভবন। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বিহার, উত্তরপ্রদেশ ঝাড়খন্ড থেকে আসা মানুষদের থেকেই এই রোগ ছড়াচ্ছে। কোনও বেসরকারি ল্যাবে এই রোগ ধরা পড়লে তাদের দ্রুত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।


Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version