Sunday, August 24, 2025

হুগলি নদীতে ভাসল নৌসেনার ‘মেঘনাদ’ আইএনএস দুনাগিরি, উদ্বোধন রাজনাথের

Date:

কলকাতার পরশে আরও শক্তিশালী হয়ে উঠল ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর আঁতুড়ঘর গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি ‘আইএনএস দুনাগিরি’(INS Dunagiri) যুক্ত হল দেশের নৌসেনার(Inidan Navy) সঙ্গে। শুক্রবার এই অত্যাধুনিক রণতরীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

রামায়ণের মেঘনাদের অঙ্ক কষে নয়া এই রণতরীর মূল বিশেষত্ব হল, শত্রুর নজরদারিকে ফাকি দিতে সক্ষম এই যুদ্ধ জাহাজ আইএনএস দুনাগিরি। কোনও রাডারেই ধরা পড়বে না সে। জানা গিয়েছে, এই রণতরীর ওজন প্রায় ৬,৬০০ টন। ফ্রিগেট বা ছোট রণতরী এই আইএনএস দুনাগিরি ভারতীয় নৌসেনার আধুনিকতম স্টেলথ রণতরী, এমনটাই দাবি প্রতিরক্ষা মন্ত্রক এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্সের।

আইএনএস দুনাগিরি নামে একটি রণতরী ভারতীয় নৌসেনায় ১৯৭৭ থেকে ২০১০ সাল পর্যন্ত কমিশনড ছিল। ৩৩ বছরের কর্মজীবনের পর অবসর নেওয়া সেই রণতরীর নামেই স্টেলথ ফ্রিগেটর তৈরি করেছে গার্ডেনরিচ। এর প্রধান বিশেষত্ব হল, এটি সমুদ্রে আড়াল খুঁজে নিতে পারে। শত্রুর রাডারে ধরা পড়বে না। নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের নৌবহরে হামলা চালাতে সক্ষম। শক্তিশালী মিসাইলের আঘাতে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের নৌবহরকে।

অনেক দিন ধরেই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে উন্নততর এবং শক্তিশালী করার কাজ চলছে। একের পর দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল পরীক্ষা করছে ডিআরডিও। তেমনই নৌসেনায় একের পর এক শক্তিশালী রণতরী তৈরি হচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্সে। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গার্ডেনরিচ কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন। আগামিদিনে আরও অত্যাধুনিক রণতরী তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version