Saturday, November 15, 2025

সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন শুভেন্দু, পাল্টা দিলেন কুণাল

Date:

অবশেষে সারদা কাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা কাণ্ড সারদাকর্তা সুদীপ্ত সেনের মুখে তাঁর নাম নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ”সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনও আসামি কোনও যদি কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে সেটা আইনত ধরা হয় না। এই নিয়ে সিবিআইকে আমি চিঠি দিয়েছিলাম। আমার দাবি, কী করে এই বয়ান উনি দিলেন, কে এই বয়ান তাঁকে লিখে দিল, এই বিষয়টি নিয়ে আগে তদন্ত হওয়া প্রয়োজন।”

শুভেন্দুর এমন বক্তব্যের পর তাঁকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “একজন আসামিকে জেরা করা হয় তদন্তে সাহায্যের জন্য। তাই আসামির বক্তব্যই যদি না ধরা হয়, তাহলে তার গ্রেফতারি বিফলে যায়। এটা শুভেন্দুর মাথায় রাখা উচিত।”

আরও পড়ুন- তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ! বাধ্য হয়ে গাছের নীচে ক্লাস করছে কাটামারি হাই স্কুলের পড়ুয়ারা

প্রসঙ্গত, সারদা মামলা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি ওই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সারদাকর্তা সুদীপ্ত সেন বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যেখানে সারদাকর্তা অভিযোগ করেছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে শুভেন্দু ও তাঁর ভাই টাকা নিয়েছে।
ওই ঘটনায় পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে পথে নেমেছিল তৃণমূল। সারদাকর্তার অভিযোগের ভিত্তিতে ওই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। সোমবার ওই মামলার শুনানির সম্ভবনা।

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version