Thursday, August 28, 2025

সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন শুভেন্দু, পাল্টা দিলেন কুণাল

Date:

অবশেষে সারদা কাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা কাণ্ড সারদাকর্তা সুদীপ্ত সেনের মুখে তাঁর নাম নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ”সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনও আসামি কোনও যদি কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে সেটা আইনত ধরা হয় না। এই নিয়ে সিবিআইকে আমি চিঠি দিয়েছিলাম। আমার দাবি, কী করে এই বয়ান উনি দিলেন, কে এই বয়ান তাঁকে লিখে দিল, এই বিষয়টি নিয়ে আগে তদন্ত হওয়া প্রয়োজন।”

শুভেন্দুর এমন বক্তব্যের পর তাঁকে পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “একজন আসামিকে জেরা করা হয় তদন্তে সাহায্যের জন্য। তাই আসামির বক্তব্যই যদি না ধরা হয়, তাহলে তার গ্রেফতারি বিফলে যায়। এটা শুভেন্দুর মাথায় রাখা উচিত।”

আরও পড়ুন- তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ! বাধ্য হয়ে গাছের নীচে ক্লাস করছে কাটামারি হাই স্কুলের পড়ুয়ারা

প্রসঙ্গত, সারদা মামলা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি ওই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সারদাকর্তা সুদীপ্ত সেন বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যেখানে সারদাকর্তা অভিযোগ করেছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে শুভেন্দু ও তাঁর ভাই টাকা নিয়েছে।
ওই ঘটনায় পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে পথে নেমেছিল তৃণমূল। সারদাকর্তার অভিযোগের ভিত্তিতে ওই মামলায় শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। সোমবার ওই মামলার শুনানির সম্ভবনা।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version