Friday, November 14, 2025

ব্যাঙ্ক বিক্রির লক্ষ্যে বিল আনছে কেন্দ্র, তালিকায় সেন্ট্রাল-ইউকো-ওভারসিস

Date:

ব্যাঙ্ক বেসরকারিকরণের(Bank praivatisation) লক্ষ্যে আর দেরি করতে চায় না কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। সোমবার থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর সেখানেই ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্যে সংশোধনী বিল পাশ করাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। দ্রুততার সঙ্গে অন্তত দুটি বিল পাশ করাতে অর্থমন্ত্রককে পরামর্শ দিয়েছিল নীতি আয়োগ। প্রাথমিকভাবে সেই তালিকায় তিনটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর তা হল সেন্ট্রাল ব্যাঙ্ক(Central Bank), ইউকো ব্যাঙ্ক(UCO Bank) এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক(Indian Oversis Bank)। পাশাপাশি আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া প্রায় সমাপ্তই। আইন পাশ হলে সর্বাগ্রে সেই ব্যাঙ্ক বিক্রি করা হবে।

গত বছর বর্ষাকালীন অধিবেশনেই পাশ করানো হয়েছিল বিমা বেসরকারিকরণ আইন (জেনারেল ইনস্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন সংশোধনী বিল)। মূলত সরকারি বিমার বিলগ্নিকরণের লক্ষ্যেই। ওই বিল পাশের পর চলতি বছর এলআইসির কিয়দংশ শেয়ার বাজারে নিয়ে আসা হয়। যদিও শুরু থেকে এলআইসি শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়েছে। এবার সংসদের আসন্ন অধিবেশনে মোদি সরকার চাইছে ব্যাঙ্কিং বেসরকারিকরণের পথ প্রশস্ত করতে। এই বিল কীভাবে আনা হবে? আপাতত তারই পর্যালোচনা চলছে আইন মন্ত্রকে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল, ১৯৭০ সালে তৈরি ব্যাঙ্কিং জাতীয়করণ আইনের সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে এবার ব্যাঙ্ক পরিচালনা থেকে সরে আসবে কেন্দ্র সরকার। আর সেই লক্ষ্যেই এই সংক্রান্ত সংশোধনী আইনের খসড়া প্রস্তুত হয়। কিন্তু পরবর্তী সময়ে আরও একটি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। যদি ব্যাঙ্কের পূর্ণাঙ্গ বিলগ্নিকরণ নাও করা যায়, তাহলে ২৬ শতাংশ অংশীদারিত্ব রেখে সিংহভাগই বিক্রি করার পথে হাঁটবে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধিত আইন জমা দেবে আইন মন্ত্রক। সেখানে সবুজ সঙ্কেত মিললেই তা পেশ করা হবে সংসদে। আর তা পাশ হলে এই তিনটি ব্যাঙ্ক বিক্রির পথে হাঁটবে কেন্দ্র। পাশাপাশি আগামী দিনে আরও কিছু ব্যাঙ্কের সংযুক্তিকরণও করবে মোদি সরকার।

এর আগে মোট ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সম্প্রসারিত নেটওয়ার্ককে সমন্বিত করে সংযুক্ত করা হয়েছিল। ফলে সংখ্যাটা কমতে কমতে আপাতত ১২টিতে এসে ঠেকেছে। কেন্দ্র তা আরও কমাতে আগ্রহী। অন্তত আরও ছ’টি ব্যাঙ্ককে সংযুক্ত করা সরকারের লক্ষ্য। প্রধানত স্টেট ব্যাঙ্কের (এসবিআই) ধাঁচে একটি বৃহৎ ব্যাঙ্কিং নেটওয়ার্কের রূপ দিতে চায় তারা। অর্থাৎ পরিকল্পনা সহজ, সরকারের হাতে বৃহদায়তন পাঁচটি ব্যাঙ্ক থাকবে। আগামী দিনে সেগুলির ভাগ্যেও যে বিলগ্নিকরণ অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য। একমাত্র এসবিআই এবং আরও কয়েকটি ছাড়া প্রায় সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কই বেসরকারি হাতে দেওয়া অথবা সংযুক্তিকরণের লক্ষ্য সরকারের।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version