রাজ্য সরকার ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সঙ্গে একুইল ও এনইউজিএস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হল ‘দ্য ডিসকোর্স ২০২২’। শনিবার সিআইআই-এর ভাইস চেয়ারম্যান সুচরিতা বসু (Sucharita Basu) বলেন, দেশের প্রত্যেকটা রাজ্যকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।কিন্তু যদি এর বিপরীত হয়, যদি সবকিছু তাদের শুধু চাপিয়েই দেওয়া হয় তাহলে রাজ্যগুলি এগিয়ে যেতে পারবে না। আখেরে ক্ষতি হবে দেশের।

আরও পড়ুন- কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধিতে দেশের সেরা বাংলা, মিলল কেন্দ্রের সার্টিফিকেট

তিনি বলেন, রাজ্যের নিজেদের অধিকার প্রতিষ্ঠিত হলেই প্রত্যেকটি মানুষের বিভিন্ন চাওয়া-পাওয়া মেটানো সম্ভব হবে। মর্ডান ‘ফেডারেলিজম’, এটা এমন একটা টপিক যেটা সবাইকে ছুঁয়ে যায়। কারণ আমরা ভারতবর্ষের সিটিজেন। তাই এটা নিয়ে আলোচনা করা খুবই বাঞ্ছনীয় এবং দরকার বলে আমাদের মনে হয়েছে। সিআইআই ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে।সিআইআই একটা পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম।সব ইস্যুতেই আমরা আলোচনা করি।আমাদের দেশে যতরকম আইন ও কোনও পলিসি হচ্ছে সেখানে সিআইআই এর একটা বক্তব্য থাকে।সিআইআই বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে।
