Thursday, August 28, 2025

বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রবিবার রাতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হল মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। অস্থায়ী রাজ্যপাল হিসাবে গণেশনের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনিই আপাতত বাংলার দায়িত্ব সামলাবেন।

আরও পড়ুন:আজ দ্রৌপদী বনাম যশবন্ত লড়াই! কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

মণিপুরের পাশাপাশি আপাতত বাংলারও দায়িত্বভার সামলাবেন গণেশন। রাষ্ট্রপতি তাঁকে মনোনীত করেছেন। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব ছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদের দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।’

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য শনিবার ধনখড়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেজন্য রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনখড়। সোমবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তিনি। সেই পরিস্থিতিতে আশপাশের কোনও রাজ্যের রাজ্যপালকেই পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হবে বলে জল্পনা চলছিল। সেইমতো রবিবার রাতের দিকে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল। একাংশের ধারণা, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন এবং ৬ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন পর্ব মিটে গেলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে হবেন, তাতে সিলমোহর পড়বে।


 


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version