ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৭৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৪,৫২১.১৫ (⬆️ ১.৪১%)

🔹নিফটি ১৬,২৭৮.৫০ (⬆️ ১.৪৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। সোমবার ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৭৬০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২২৯ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৭৬০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৬০.৩৭ পয়েন্ট বা ১.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৫২১.১৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ২২৯.৩০ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,২৭৮.৫০।


Previous articleদমকল বিভাগে নিয়োগ দুর্নীতি মামলা: PSCকে জরিমানা হাইকোর্টের
Next articleশপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন