আদিবাসী হয়েও নিজের ধর্ম হিন্দু লেখেন দ্রৌপদী মুর্মু! গান গেয়ে খোঁচা বীরবাহা-জোৎস্নার

কেন এই দ্বিচারিতা? প্রশ্ন তুলে এনডিএ-র (NDA) আদিবাসী পদ প্রার্থীকে মোক্ষম খোঁচা তৃণমূল (TMC) বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার

“আদিবাসী সম্প্রদায়ের হয়েও নিজের ধর্ম হিন্দু লেখেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। আমরা হিন্দু নই, আমরা সারি ধর্ম মানি।“ কেন এই দ্বিচারিতা? প্রশ্ন তুলে এনডিএ-র (NDA) আদিবাসী পদ প্রার্থীকে মোক্ষম খোঁচা তৃণমূল (TMC) বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hasda)। তাঁর সুরে সুর মেলান আরেক আদিবাসী প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও (Jyotsna Mandi)। ভোটের লাইনে দাঁড়িয়েই সাঁওতালি ভাষায় গান ধরেন দুজনে। যাঁর অর্থ নিজের ধর্ম, ভাষা যদি ভুলে যাও তাহলে, নিজেরও অস্তিত্বই ভুলে যাবে।

আরও পড়ুনঃ কাঁথি শ্মশান দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী

বীরবাহার মতে, যাঁরা জন প্রতিনিধি তাঁদের এই বিষয়টি নিয়ে আরও সজাগ থাকতে কবে। সেখানে দ্রৌপদী নিজের ধর্মের বদলে হিন্দু ধর্ম লেখেন। এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী নিজেকে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলে মনে করেন না বলে অভিযোগ বন দফতরের প্রতিমন্ত্রীর। দ্রৌপদী সারি-সোরেন ধর্ম মানলে তাঁরা তাঁর পাশে থাকবেন বলে বার্তা দিয়েছেন জ্যোৎস্না মান্ডিও।

 

 

 

Previous articleসহকর্মীর গুলিতে মৃত্যু সিকিম পুলিশের দুজনের
Next articleডায়মন্ড হারবার ছাড়িয়ে সর্বজনীন ‘এক ডাকে অভিষেক’, একমাসে ১.৫ লক্ষ ফোন কল