Friday, December 19, 2025

Durand Cup: ডুরান্ডের ফ্ল‍্যাগ অফ, ফুটবল প্রেমী দিবসে কেন ডার্বি? জানালেন ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

১৬ আগস্ট কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup)। কলকাতার ডার্বি দিয়ে শুরু হবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। প্রথম ম‍্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল (East Bengal)। আর মঙ্গলবারেই ফোর্ট উইলিয়ামে উন্মোচন হল ১৩১ তম ডুরান্ড কাপের। এদিন ফ্ল্যাগ অফ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ আর পি কালিতা, ইস্টার্ন কম্যান্ডের চিফ অফ স্টাফ এবং ডুরান্ড অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কেকে রেপসওয়াল। এছাড়াও ফ্ল্যাগ অফে হাজির ছিলেন আইএফএর দুই সহ সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল। মহমেডান স্পর্টিংয়ের সহ সভাপতি কামারুদ্দিন, সচিব দানিশ ইকবাল, ফুটবল সচিব দিপেন্দু বিশ্বাস এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তা বাবু চক্রবর্তী।

ফুটবলপ্রেমী দিবসে সচেতনতার বার্তা বইবে ডুরান্ড কাপের ডার্বি। ১৬ আগস্ট বড় ম্যাচের শুরুতে শহিদদের উদ্দেশে পালন করা হবে এক মিনিট নিরবতা পালন। এদিন এমনটাই জানালেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে কে রেপসওয়াল। তিনি বলেন,” বাংলার ফুটবলে ১৬ আগাস্ট দিনটির মাহাত্ম্য সম্পর্কে আমরা অবহিত। যেহেতু ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, তাই জেনে বুঝেই, ১৬ আগস্ট ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনটির কথা স্মরণে রেখে খেলার আগে দু’মিনিট নীরবতা পালনও করা হবে।” এছাড়াও জানা যাচ্ছে সেই ১৬টি পরিবারর সদস্যদের সংবর্ধনা জানানো হবে।

১৬ আগস্ট ফুটবলের কলঙ্কিত দিনে ডার্বি দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ। এমন একটা দিনে কেন শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট? এই নিয়ে  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “আমরা ১৬ আগস্টের কথা মাথায় রেখেই আয়োজন করব। সবরকম ব্যবস্থা থাকবে। শান্তির বার্তা দেওয়া হবে। আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। সেদিন ফুটবলপ্রেমী দিবস। শহিদদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করা হবে। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ দিয়ে আমরা শুরুতেই ধামাকা করতে চাই। এবার একনম্বর টুর্নামেন্ট ডুরান্ড। আইএসএলের ১১টা দল খেলবে। সব বড় বড় দলগুলো খেলবে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো সমর্থক ভিত্তিক ক্লাবের ম্যাচ দিয়ে শুরু করলে টুর্নামেন্ট শুরুতেই প্রচার পাবে।”

এবারের ডুরান্ড কাপের ম‍্যাচ হবে কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়াম এবং নৈহাটি স্টেডিয়ামে।

আরও পড়ুন:T-20 World Cup: টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা আইসিসির

 

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...