মনোনয়ন পেশ করলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা

রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ মনোনয়ন পেশ করলেন ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা।আজ দুপুর ১২টা নাগাদ রাহুল গান্ধী সহ বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন তিনি। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ারও ।

আরও পড়ুন:মমতাকে বাংলাদেশে আমন্ত্রণ হাসিনার, সেপ্টেম্বরে দিল্লি সাক্ষাতের সম্ভাবনা

১৯৭৪ সালে প্রথমবার কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সাংসদ হন মার্গারেট। ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন সংসদীয় মন্ত্রী, যুবকল্যাণ মন্ত্রক, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন আলভা।

এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রবিবারের পর আজও দিল্লিতে শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলের নেতাদের ফের বৈঠক বসে। সেখানে কংগ্রেস, এসপি, বাম, এনসিপি-সব বিরোধী দলের নেতারা হাজির ছিলেন। আলভা নিজেও বৈঠকে হাজির ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া হবে ২০ জুলাই। ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।




 

Previous articleDurand Cup: ডুরান্ডের ফ্ল‍্যাগ অফ, ফুটবল প্রেমী দিবসে কেন ডার্বি? জানালেন ক্রীড়ামন্ত্রী
Next articleপ্রকাশ্যে মোদির মিথ্যাচার, শুধু জ্বালানি তেল বেচে কেন্দ্রের আয় ১৬.৩০ লক্ষ কোটি টাকা